SSC Recruitment: চিহ্নিত অযোগ্যদের জন্য কেন সওয়াল! কমিশনকে কড়া প্রশ্ন হাইকোর্টের


অর্নাবাংশু নিয়োগী: অযোগ্যদের বাদ দিয়েই এসএসসিতে নিয়োগ করতে হবে। সোমবার এমনটাই জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যারা টেন্টেড অর্থাত্ অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তারা পরীক্ষায় বসতে পারবেন না। অযোগ্য বলে চিহ্নিত কোনও প্রার্থী যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন তাহলে তার আবেদন বাতিল বলে গন্য হবে। সেই রায়ের একদিন পরই চিহ্নিত অযোগ্যদের হয়ে আদালতে সওয়াল করল স্কুল সার্ভিস কমিশন। এনিয়ে আদালতের প্রশ্নের মুখে কমিশন।

চিহ্নিত অযোগ্যদের হয়ে কমিশন কলকাতা হাইকোর্টে সওয়াল করতেই বিচারপতি সৌমেন সেন প্রশ্ন করেন, চিহ্নিত অয়োগ্যদের হয়ে সওয়াল করার মতো জায়গা কি আছে কমিশন? নিয়োগে অংশ নেওয়া বা না নেওয়ার ক্ষেত্রে কীভাবে প্রতারিত হচ্ছে কমিশন? 

সিঙ্গল বেঞ্চে স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের পক্ষেই সওয়াল করে। ডিভিশন বেঞ্চেও সেই একই পরিস্থিতি। এদিন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, চিহ্নিত অযোগ্যরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এনিয়ে সুপ্রিম কোর্টের কোনও বাধা নেই। চিহ্নিত অযোগ্যরা  নিয়োগ অংশ নিতে না পারলে অসফল প্রার্থীরাও পারবে না। 

এনিয়ে বিচারপতি সৌমেন সেন বলেন,  সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী যারা দুর্নীতি করেছেন, প্রতারণার জন্য যাদের চাকরি বাতিল করা হয়েছে তারাও এই নিয়োগে অংশ নিতে পারবেন ? পালটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,  নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের বা রাজ্যের আছে। রাজ্যের মানুষের কথা কে ভাববে ? জনস্বার্থের কথা রাজ্যকেই চিন্তা করতে হবে।

আরও পড়ুন-আজই দুয়ে দুয়ে চার? দিল্লিতে দিলীপ ঘোষকে ‘পার্টির বড় নেতা’র তলব!

আরও পড়ুন-থানার উলটোদিকের নার্সিংহোমেই ভর্তি ছিল পাক-চর! দেখা করতে আসত ‘প্রেমিকা’ও! মিলল চাঞ্চল্যকর তথ্য…

উল্লেখ্য, সোমবার নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে অবস্থান স্পষ্ট করল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। নিয়োগে প্রক্রিয়ায় অংশ গ্রহণ করা নিয়ে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়ায় রাজ্য ও কমিশন। 
এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ের সওয়াল, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিতভাবে অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিতভাবে অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না। যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিতে পারেন তাহলে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরিপ্রার্থীরাও অংশ নিতে পারবেন না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *