বাসুদেব চট্টোপাধ্যায়: নাবালকের হাতে আগ্নেয়াস্ত্র। সে আবার খোদ তৃণমূল বিধায়কের নাতি! সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ছবি। ‘রাইফেল দিয়ে হাত পাকাচ্ছে। বড় হয়ে সে মনোজিত্ তৈরি হবে’, কটাক্ষ বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পলের বিতর্ক তুঙ্গে।
পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং। তাঁর নাতির বয়স মোটে ১১ বছর। অথচ তাঁর হাতে কিনা আগ্নেয়াস্ত্র! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, চোখে সানগ্লাস, হাতে অটোমেটিক রাইফেল। পায়ের উপর পা তুলে বসে আছে বিধায়কের নাতি। সেই ছবি নিয়ে সোচ্চার বিরোধীরা।
আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল বলেন, ‘অবাক এবং খুব শঙ্কিত। আসানসোল বিধানসভা কেন্দ্রের জামুরিয়ায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হরেরাম সিংজীর নাতির হাতে রাইফেল দেখতে পেলাম। প্রায় ২০ রাউন্ড নাকি গুলি চলে। আমি অবাকই হলাম। আমাদের পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি। তাতে ছেলেমেয়েদের হাতে বই কলম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বই, শিক্ষা দেওয়া বড় হয়ে যাতে মাথা উচু করে বাঁচে। কিন্তু হরেরাম সিংজী এটা কী করছেন’!
বিজেপি বিধায়কের প্রশ্ন, ‘সমাজের মধ্যে আমরা গুলি বারুদ বোমা, দুষ্কৃতীদের তাণ্ডব দেখতে পাচ্ছি, যেভাবে কলেজে দাদাগিরি দেখতে পাচ্ছি। হরেরাম সিংজী এখন থেকে কী আপনার নাতির হাতে পিস্তল, রাইফেল দিয়ে হাত পাকাচ্ছেন। বড় হয়ে সে মনোজিত্ তৈরি হবে’? সঙ্গে দাবি, লিসের কাছে আবেদন রাখব, তদন্ত করা হোক। শিশুর হাতে কী করে কোথায় থেকে রাইফেল আসে! কে দিয়েছে তদন্ত হোক। শিশুর হাতে কী করে কোথায় থেকে রাইফেল আসে? কে দিয়েছে? তার তদন্ত হোক’।
তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের অবশ্য দাবি, ‘বাড়িতে আমার লাইসেন্স বন্দুক আছে। দিনের বেলায় তো আমরা কাজে বেরিয়ে যায়। ঘরে ওর মা ছিল। বন্দুকটা বের করে, নিজের মোবাইল থেকে ছবি তুলেছে। ভাইরাল করে দিয়েছে। ভুল করেছে’। তিনি বলেন, বাড়িতে নিরাপত্তার জন্য বন্দুক রাখতে হয়। কয়েকদিন আগে আমার ঘরে হামলা হয়েছিল। পাটা পিছলে গিয়েছিল, হাতে আগ্নেয়াস্ত্র ছিল, গুলি বেরিয়ে গিয়েছে। তারপর থেকে আমরা একটি সতর্ক হয়েছি। নিজের নিরাপত্তার জন্য বন্দুক রেখেছি’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)