বরুণ সেনগুপ্ত: টিএমসিপি (TMCP) নেতা শুভরঞ্জন সিংয়ের প্যাডে আধার কার্ডের রেট চার্ট (Rate Chart) ! শুধু তাই নয় তাঁর প্যাডে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্টেরও রেট চার্ট। এই ভাইরাল ছবি ঘিরে তোলপাড়। খবর পেয়েই, স্বরাষ্ট্র দফতরে নালিশ অর্জুন সিংয়ের। এরপর থেকেই হদিশ মিলছে না অভিযুক্ত শুভরঞ্জন সিংয়ের। যদিও ছবির সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।
উত্তর ২৪ পরগনার জেলা ছাত্র নেতা শুভরঞ্জন সিংয়ের প্যাডে আধারকার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডের, পাসপোর্ট-এর রেট চার্টের ছবি ভাইরাল। এই ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল। দেশের নিরাপত্তা বিপদজনক, তাই স্বরাষ্ট্র দফতরে জানিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ঘটনার পর থেকেই বাড়ি থেকে সর্বত্র খুঁজে পাওয়া গেল না অভিযুক্ত শুভজিত সিংকে। তবে এই ঘটনায় সবর এলাকার বাসিন্দারা।
উত্তর ২৪ পরগনার ছাত্র পরিষদের নেতা শ্যামনগরের শুভরঞ্জন সিং ফলাও করে তার নিজের প্যাডে লিখেছেন- জন্ম সার্টিফিকেট ১০০০০/-, রেশন কার্ড -১০০০০/-এবং ভোটার কার্ড ২০০০০/-,কাস্ট সার্টিফিকেট -২৫০০০/-, রেশিডেশিয়াল ও ইনকাম সার্টিফিকেট ১৫০০০/-, EWS ৩০০০০/- ,পাসপোর্ট ও পুলিস ভ্যারিফিকেশন ১০০০০০০/-। আর এই রেট চার্ট ধার্য্য করেছেন শুভরঞ্জন সিং তাঁর নিজস্ব প্যাডেই।
তবে এই ভাইরাল রেট চার্ট প্যাড মিথ্যা ঘটনা বলে দাবি শুভরঞ্জন সিংয়ের মা কৃষ্ণা সিংয়ের। তার দাবি, ছেলেকে ফাঁসানো হয়েছে ! তবে এই ভাইরাল রেট চার্ট নিয়ে সরব প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, ‘এইভাবে পাকিস্তানি এবং বাংলাদেশিদের ভোটার কার্ড বানিয়ে দিয়ে মোটা টাকা লুটছে। দেশের পক্ষে বিপদজনক। স্বরাষ্ট্র মন্ত্রকে জানিয়েছি।’ এছাড়াও কেন্দ্রীয় এজেন্সিকে আরও সক্রিয় হতে হবে বলে জানালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
তবে দলের ছাত্র নেতার এমন কুকর্মের জন্য অস্বস্তি বারিয়েছে তৃণমূল দলে। শুভরঞ্জন দলের কর্মী। কিন্তু তার এই কুকর্মের ঘটনা জানানেই জানালেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা INTTUC -র সভাপতি এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তবে এই ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা। সবাই চায় এই ঘটনার উপযুক্ত তদন্ত করুক পুলিস। এতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ।
আরও পড়ুন, Nurse Death: নার্স খু*নে নাটকীয় মোড়! পুলিসের হাতে গ্রেফতার… কী কারণে কেন হ*ত্যা? আরও গাঢ় রহস্য…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)