জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভেঙে গেল রুমকি ঝুমকি জুটি। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন দেবশ্রী রায়ের (Deboshree Roy) বোন ঝুমা রায়। একসময় বিনোদন জগতে একসঙ্গেই উচ্চরিত হত রুমকি ঝুমকির নাম। তাঁরা দুজনেই ছিলেন নৃত্যশিল্পী। বোনের মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেত্রী।
দক্ষিণ কলকাতায় দেবশ্রী রায়ের বাড়ির পাশেই থাকতেন ঝুমা রায়। তাঁর মৃত্যুর খবর পেয়ে কলকাতায় আসছেন দেবশ্রীর দিদির ছেলে রাজা, যিনি রানি মুখার্জির দাদা। দেবশ্রী ও ঝুমা বলিউড অভিনেত্রী রানী মুখার্জি ও রাজা মুখার্জির মাসি। মাসির শেষকৃত্যে উপস্থিত থাকবেন রানির দাদা। কিছুদিন আগেই কাকাকে হারিয়েছেন রানি ও রাজা। আবারও ফের কাছের মানুষকে হারালেন তাঁরা।
কিছু দিন আগে ঘরোয়া একটি অনুষ্ঠানে দুই বোনকে অন্য মেজাজে দেখা যায় তাঁদের। সারা বাড়ি সাজানো হয়েছিল লাল-সাদা বেলুনে। সম্ভবত কোনো পারিবারিক অনুষ্ঠানে এক হয়েছিলেন তারা। সেখানে মাইক নিয়ে দুই বোনকে গান গাইতেও দেখা যায়। সেই রেশ কাটতে না কাটতেই আচমকা ছন্দপতন।
আরও পড়ুন- Prosenjit Chatterjee: মুম্বইয়ে বাংলায় প্রশ্ন শুনে উপহাস, প্রবল সমালোচনায় মুখে সাফাই প্রসেনজিতের!
বোনের মৃত্যুসংবাদ পেয়েই অসুস্থ বোধ করছেন দেবশ্রী। নিজের ঘরে চুপ করে শুয়ে আছেন, এমনটাই খবর। একসময় কলকাতায় রুমকি-ঝুমকির অনুষ্ঠান খুবই জনপ্রিয় ছিল। সেই জুটি এবার ভেঙে গেল। আর কখনো দুই বোনকে একসঙ্গে দেখা যাবে না। একসময় দুজনেই নৃত্যশিল্পী হিসাবেই খ্যাত ছিলেন। এরপরে অবশ্য অভিনয়ে চলে আসেন দেবশ্রী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)