জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার জঙ্গিদের নিশানায় কপিল শর্মা (Kapil Sharma)! সম্প্রতি কানাডায় নিজের ক্যাফের উদ্বোধন করেন অভিনেতা, সঞ্চালক কপিল শর্মা। বুধবার রাতে গুলি চলল তাঁর নতুন চালু হওয়া রেস্তোরাঁ ‘ক্যাপস ক্যাফে’-তে । জানা যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা একটি গাড়িতে করে এসে কানাডার সারে শহরের ওই ক্যাফ তাক করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। এই হামলায় কেউ আহত হননি বলেই জানা যাচ্ছে।
এই হামলার দায় স্বীকার করেছে খালিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি। তিনি ভারতের জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র মোস্ট ওয়ান্টেড জঙ্গি সংগঠন এবং নিষিদ্ধ সংগঠন বাবর খালসা ইন্টারন্যাশনাল (BKI)-এর সঙ্গে যুক্ত। সূত্রের দাবি, কপিল শর্মার একটি পুরনো মন্তব্যে লাড্ডি অপমানিত বোধ করেন এবং সেই কারণেই এই হামলার নির্দেশ দেন। তবে এখনও স্পষ্ট নয়, এই হামলার প্রকৃত লক্ষ্য ‘ক্যাপস ক্যাফে’ ছিল কিনা, নাকি এটি কপিল শর্মাকে উদ্দেশ্য করে ভয় দেখানোর প্রচেষ্টা।
ঘটনার পরপরই পুলিস ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছায়। পুরো ঘটনা ঘিরে তদন্ত শুরু হয়েছে। হামলার পেছনে জঙ্গি কার্যকলাপ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের দিকও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। প্রসঙ্গত, খালিস্তানি কার্যকলাপের বিষয়ে ভারত বহু বছর ধরেই কানাডার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এই হামলার পর তা আরও একবার আলোচনার কেন্দ্রে উঠে এল।
World Famous comedian Kapil Sharma’s newly inaugurated restaurant KAP’S CAFE shot at in Surrey, BC, Canada last night.
Harjit Singh Laddi, a BKI operative, NIA’s (INDIA ) most wanted terrorist has claimed this shoot out citing some remarks by Kapil@SurreyPolice pic.twitter.com/p51zlxXbOf— Ritesh Lakhi CA (@RiteshLakhiCA) July 10, 2025
আরও পড়ুন- Prosenjit Chatterjee: মুম্বইয়ে বাংলায় প্রশ্ন শুনে উপহাস, প্রবল সমালোচনায় মুখে সাফাই প্রসেনজিতের!
রেস্তোরাঁ ব্যবসায় প্রথম পা রাখেন কপিল শর্মা। তাঁর স্ত্রী গিন্নিও এই ব্যবসায় অংশীদার। সম্প্রতি কপিলের জনপ্রিয় শো ‘The Kapil Sharma Show’ সিজন ৩ শুরু হয়েছে নেটফ্লিক্সে। প্রথম পর্বে অতিথি ছিলেন সলমান খান। ইতোমধ্যেই তিনটে এপিসোড প্রকাশ্যে এসেছে। জনপ্রিয়তার শীর্ষে কপিল, এ আর বলার অপেক্ষআ রাখে না। এরই মাঝে বিপর্যয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)