অয়ন শর্মা: সরকারি হাসপাতালে গিয়ে চিকিত্সককে হুমকি। ‘বদলি করে দেব তোকে’, স্কুল অব ট্রপিক্য়াল মেডিসিনে (Tropical Medicine) গিয়ে বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) ‘দাদাগিরি’-র অভিযোগ। বুধবার থেকেই এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। অভিযোগ অস্বীকার করেছেন কাঞ্চন, স্বামীর সমর্থনে মুখ খুলেছেন শ্রীময়ীও। এদিকে ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দ্বারস্থ হল চিকিত্সক সংগঠন।
আরও পড়ুন, WATCH: এবার যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের তন্ময়! কলেজ রুমের টেবিলে বসিয়ে ছাত্রীকে…
বুধবার শাশুড়িকে ডাক্তার দেখাতে স্কুল অব ট্রপিক্য়াল মেডিসিনে যান কাঞ্চন। আউটডোরে তখন রোগীদের ভিড়। প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, কর্তব্য়রত চিকিত্সক বিধায়ককে বলেন, একটু অপেক্ষা করুন। অভিযোগ, তাতেই মেজাজ হারান বলে তিনি। চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এই ঘটনায় এবার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে ইমেইল করে অভিযোগ জানালো চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস।
চিকিৎসক সংগঠনের দাবি, তৃণমূল বিধায়ককে তার ব্যবহারের জন্য জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। আইনত ব্যবস্থা নিতে হবে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে কোনও জনপ্রতিনিধি এই ধরনের ব্যবহার না করতে পারে চিকিৎসকদের সঙ্গে। এর সঙ্গে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফ থেকে এই মুহুর্তে ডিরেক্টরের কাছে ডেপুটেশন দেবে। যাতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে পুলিসে অভিযোগ জানানো হয়।
প্রসঙ্গত, প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, কর্তব্য়রত চিকিত্সক বিধায়ককে বলেন, একটু অপেক্ষা করুন। অভিযোগ, তাতেই মেজাজ হারান বলে তিনি। স্রেফ ধাক্কাধাক্কি বা হেনস্তা নয়, চিকিত্সককে বদলির হুমকি দেন বিধায়ক। শেষে অন্য় রোগীরা প্রতিবাদে করলে সেখান থেকে বেরিয়ে যান কাঞ্চন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)