Sreemoyee supports Kanchan Mullick: ট্রপিক্যালে দাদাগিরি! ‘দুর্ব্যবহার শুরু করেন চিকিত্‍সকই, আমার গায়ের ওপর উঠে আসে’, কাঞ্চনের পাশে শ্রীময়ী…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘বদলি করে দেব তোকে’! বুধবারই কাঞ্চল মল্লিকের বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ।  স্কুল অব ট্রপিক্য়াল মেডিসিনে (Tropical Medicine) গিয়ে বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) নাকি দাদাগিরি করেছেন। যদিও এই দিনই অভিযোগ অস্বীকার করেছেন কাঞ্চন। বুধবার রাতে স্বামীর সমর্থনে মুখ খুলেছেন শ্রীময়ী চট্টরাজও (Sreemoyee Chattoraj Mullick)।

আরও পড়ুন- Prosenjit Chatterjee: মুম্বইয়ে বাংলায় প্রশ্ন শুনে উপহাস, প্রবল সমালোচনায় মুখে সাফাই প্রসেনজিতের!

বুধবার দিদিশাশুড়িকে ডাক্তার দেখাতে স্কুল অব ট্রপিক্য়াল মেডিসিনে যান কাঞ্চন। আউটডোরে তখন রোগীদের ভিড়। প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, কর্তব্য়রত চিকিত্‍সক বিধায়ককে বলেন, একটু অপেক্ষা করুন। অভিযোগ, তাতেই  মেজাজ হারান বলে তিনি। চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এই ঘটনায় বৃহস্পতিবার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে ইমেইল করে অভিযোগ জানাল চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। বুধবারই কাঞ্চন জানিয়েছিলেন যে যাঁরা হুমকি অভিযোগ করছেন, তারাই দুর্ব্যবহার করেছেন কাঞ্চন-শ্রীময়ীর সঙ্গে। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে শ্রীময়ী চট্টরাজ বলেন, ‘যে চিকিৎসক অভিযোগ করেছেন, তাঁকে সিসিটিভি ফুটেজ দেখাতে বলুন যে আমরা অভদ্র ব্যবহার করেছি। আমার দিদা ১০ দিন মেডিক্যাল কলেজের চর্মরোগ বিভাগে ভর্তি ছিলেন। ওঁরাই আমার দিদাকে সুস্থ করে তুলেছেন। আমি সোশ্যাল মিডিয়ায় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট ও করেছিলাম। দিদা বাড়ি ফিরে আসার পরে, বুধবার দিদারই চেক আপ ছিল। অত বয়স্ক একজন মানুষ হাঁটতে পারবেন না। তাঁকে অ্যাম্বুল্যান্স, হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয়েছিল। 

আরও পড়ুন- Sudipa Chatterjee: ‘৫ বছরের ব্যবধানে দু’বার বিয়ে!’ বিবাহবার্ষিকীতে সত্যিটা সামনে আনলেন সুদীপা…

শ্রীময়ী বলেন, “প্রথমে আমরা ট্রপিকাল বিভাগে দিদাকে দেখাই। এরপরে সেখান থেকেই আমাদের মেডিসিন বিভাগে পাঠানো হয় দিদার অন্যান্য সমস্যা থাকার কারণে। সেখানে গিয়ে আমরা অপেক্ষাই করছিলাম। দিদাকে প্রথমে দেখতেই চাননি মেডিসিন বিভাগের HOD। তিনি বলে দিলেন, এটা ট্রপিক্যালের বিষয়। এরপরে ট্রপিক্যাল থেকেই পাঠানো হয়েছে এ কথা বলার পরে উনি দিদাকে দেখে দেন, প্রচন্ড বিরক্তি নিয়ে। কিন্তু এরপরে চিকিৎসা সংক্রান্ত কয়েকটা প্রশ্ন করতেই উনি দুর্ব্যবহার শুরু করেন। টেবিল চাপড়ে কথা বলেছেন উনি। আমার কার্যত গায়ের ওপর উঠে এসে কথা বলেছেন।” 

শ্রীময়ীর আরও অভিযোগ, “কোনও বিশেষ সুবিধা নেওয়ার থাকলে আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখাতাম না। রাজনীতির প্রভাব খাটাতাম বা চেম্বারে গিয়ে দেখাতাম। প্রভাব খাটালে মেডিক্যাল কলেজে ১০ দিন ভর্তি রেখে চিকিৎসা করাতাম না। সব জায়গায় রাজনীতি খাটে না। কোনও বিশেষ সুবিধা যখন নিইনি, চিকিৎসকদের দুর্ব্যবহার কেন সহ্য করতে হবে? রোগীরা চিকিৎসা সংক্রান্ত প্রশ্ন করবেন এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি কাউকে দোষারোপ করতে চাইছি না। আমার কেবল খারাপ লাগছে, ওখানে বাকি যাঁরা চিকিৎসার জন্য এসেছিলেন, তাঁরা অসুবিধার সম্মুখীন হলেন। এটা আমরা চাইনি।”

আরও পড়ুন- Abhishek Chatterjee: ‘ভালোবাসার মৃত্যু হয় না, এখনও তোমার হাসির শব্দ পাচ্ছি…’, বিবাহবার্ষিকীতে অভিষেককে খোলা চিঠি সংযুক্তার…

বৃহস্পতিবার চিকিৎসক সংগঠন দাবি তোলে, তৃণমূল বিধায়ককে তাঁর ব্যবহারের জন্য জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। আইনত ব্যবস্থা নিতে হবে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে কোনও জনপ্রতিনিধি এই ধরনের ব্যবহার না করতে পারে চিকিৎসকদের সঙ্গে। এর সঙ্গে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফ থেকে এই মুহুর্তে ডিরেক্টরের কাছে ডেপুটেশন দেবে। যাতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে পুলিসে অভিযোগ জানানো হয়। যদিও কাঞ্চন তাঁর অবস্থানেই অনড়। তিনি বৃহস্পতিবারও দাবি করেন, কোনও হুমকিই তিনি দেননি। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রগ্রেসিভ হেলথ এসোসিয়েশনের সভাপতি শশী পাঁজা যান ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টর হাসপাতালের বাইরে ছিলেন। তাঁকে ডেকে পাঠানো হয়। গতকাল কী কী হয়েছিল গোটা ঘটনা ডিরেক্টরের কাছে জানতে চান শশী পাঁজা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *