‘আগে প্রাণ বাঁচান, ভুলেও কাশ্মীর যাবেন না’, শুভেন্দুর বয়ানে শমীক বললেন, ‘ওঁর বোধহয় হিমাচল পছন্দ’… Suvendu Adhikari adhikari reacts on Kashir after Mamata Banerjee meeting with Omar Abdullah


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আগে প্রাণ বাঁচান, ভুলেও কাশ্মীর যাবেন না’। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়-ওমর আবদুল্লা বৈঠকের পর বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ‘সন্ত্রাসবাদীদের মতো কথা বলছেন’, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের।

আরও পড়ুন:  Anubrata Mondal: পুলিসের কাজে হস্তক্ষেপ কোন এক্তিয়ারে? কেষ্ট-র ‘কুকথা’ মামলায় হাইকোর্টের তোপে মহিলা কমিশন!

শুভেন্দু বলেন,  ‘কোনও বাঙালি কাশ্মীরে যাবেন না। যেখানে মুসলমানদের বাস, সেখানে যেও না।  হিমাচল প্রদেশে যান না। উত্তরাখণ্ডে যান না, ওড়িশা যান।  কিন্তু বাংলার নাগরিক হিসেবে বলছি, বাঙালিদের বলছি, মুসলমান যেখানে বেশি, যাবেন না। আগে জীবন’।

এদিকে গতকাল বৃহস্পতিবার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নবান্নে বৈঠক হয়েছে দুই মুখ্য়মন্ত্রী। বাংলার মুখ্য়মন্ত্রীকে কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে ওমর। বৈঠকে শেষে মমতা জানান, ‘পুজোর পর আমি কাশ্মীর যাব’। সঙ্গে বার্তা, ‘বাংলার বহু পর্যটক কাশ্মীরে বেড়াতে যান। উনি বলছেন, নিরাপত্তা দেবেন, নির্ভয়ে বেড়াতে যেতে। আমরাও চাই মানুষ কাশ্মীরের মতো সুন্দর পর্যটন স্থানে বেড়াতে যাক’।  এই পরিস্থিতি শুভেন্দুর মন্তব্যে কড়া সমালোচনা করেছে তৃণমূল।

মন্ত্রী শশী পাঁজা বলেন,  ‘উগ্রপন্থীরা চেয়েছিলেন, হিন্দু-মুসলমান ভাগ হোক। আপনিও বলছে, মুসলমানের প্রদেশে যাবেন না। আপনারা হিন্দু প্রদেশগুলিতে যান। ওড়িশা যান, কিংবা উত্তরাখণ্ডে যান। বিরোধী দলনেতা সন্ত্রাসবাদীদের মতো কথা বলছেন’। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘পাকিস্তান তো বলছে, ভারতীয়রা কেউ যেন না কাশ্মীরে যায়। ওর কথাবার্তা পাকিস্তানের সঙ্গে মিলে যাচ্ছে। পাকিস্তানের চর নাকি!  শুধু ধর্মের ভিত্তিতে ভাগ করে কী হবে, কত মানুষ মরবে! দাঙ্গা করবে। রক্তের উপর দিয়ে হেঁটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চান’।

আরও পড়ুন:  Kolkata Walking Street: রাস্তায় পড়ে মু*ণ্ডহীন মহিলার দে*হ! হাড়হিম খু*নের র*ক্তের দাগ মুছে সেই রাস্তা-ই এখন শহরের একমাত্র ‘ওয়াকিং স্ট্রিট’….

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন,  কাশ্মীরে আর ৩৭০ ধারা নেই, পাথর ছোড়া এখন বন্ধ।  ওর হয়তো হিমাচলকে বেশি ভালোবাসেন তাই বলেছেন’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *