‘ভারতীয় ফুটবলে কালো দিন’, আপাতত স্থগিত আইএসএল… FSDL finally decides to suspend ISL


দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: জল্পনা চলছিলই। শেষপর্যন্ত আপাতত আইএসএল মুলতুবি রাখার সিদ্ধান্তই নিল ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)।  সর্বভারতীয় ফুটবল সংস্থা ও ক্লাবগুলিতে চিঠি দিয়ে সেকথা জানিয়ে দিয়েছে তারা।

আরও পড়ুন:  Radhika Yadav murder case update: রাধিকার বুকেই চারটে গুলি! পোস্টমর্টেম রিপোর্টে মারাত্মক তথ্য… বাবা মিথ্যে বলেছে… পুলিসও…

গত কয়েক বছরে ভারতীয় ফুটবলের সেরা টুর্নামেন্ট হয়ে উঠেছে আইএসএল। এই টুর্নামেন্টে খেলার জন্য কোটি কোটি টাকা খরচ করে টিম তৈরি করে মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো ক্লাবগুলিই। এফএসডিএল চিঠিতে উল্লেখ, ‘সর্বভারতীয় ফুটবল সংস্থার সঙ্গে মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (MRA) হয়েছিল, সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। ফলে সেপ্টেম্বরে আইএসএল শুরু হলেও এক-তৃতীয়াংশ সময়ের মধ্যে চুক্তি শেষ হয়ে যাবে। নতুন চুক্তি নিয়ে বেশ কয়েক মাস ধরে আলোচনা চলছে। কিন্তু এখনও পর্যন্ত সমাধান সূত্র মেলেনি। এখন ডিসেম্বরের পর যেহেতু আর চুক্তি থাকছে না। তাই ২০২৫-২৫ আইএসএলের পরিকল্পনা, আয়োজক বা বাণিজ্যিকীকরণ করতে এফএসডিএল অপারগ’।

এদিকে আইএসএলে পারফরম্যান্সের নিরিখে এখন দেশের সেরা ক্লাব মোহনবাগান। গত চার বছর শতাব্দীপ্রাচীন ক্লাবের সাফল্য় কার্যত ধরাছোঁয়া বাইরে। মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। ভারতবর্ষের ফুটবলে কালো দিন বলা যেতে পারে। মোহনবাগান গত ৪-৫ বছর ধরে ভারতবর্ষের অন্যতম সেরা ক্লাব। একটার পর একটা সাফল্য ঘরে রাখতে চেষ্টা করেছে। সেই সাফল্য নিয়ে চিন্তাভাবনা করেছিলাম। টিম তৈরি করেছিলাম। কিন্তু সেখানে যদি খেলাটাই বন্ধ হয়ে যায়। কলকাতা লিগ আর ডুরান্ড কাপ খেলে তো সারা বছর হবে না। টিম তো আইএসএলের জন্য়। সেটাই যদি না হয়, তাহলে ভারতের ফুটবল কোথায় যাবে’!

দেবাশিসের মতে, ‘আইএসএল মূলতুবি হওয়াটা অবশ্য সর্বভারতীয় ফুটবল সংস্থার ব্যর্থতা। আরও আগে চুক্তি করা উচিত ছিল। যাঁরা মামলা করেছে, তাঁরাও তো ভারতীয় ফুটবলের ভালো চায় না’। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, ‘আমি নিজে খুব আশ্চর্য। আমরা প্রত্যেক ক্লাব পয়সা খরচ করে টিম করলাম। টিম করার পর খেলা হবে না বলছে। গত বছর সিজনের শেষে কেন বলল না! আজকে পরিস্থিতি তো হয় না। তখন থেকে সবাই জানত। এখন কেন’?

আরও পড়ুন:  Radhika Yadav: WATCH VIDEO:পুরুষের কণ্ঠলগ্না হয়ে রোম্যান্টিক গান, টেনিস অ্যাকাডেমি… রাধিকার স্বাধীনচেতা মনোভাবেই বাবা হল খুনি?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *