Asha Bhosle: গোপনেই শেষকৃত্য? প্রয়াত আশা ভোঁসলে? খবর ছড়াতেই মুখ খুললেন ছেলে…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই স্বামী রাহুল দেববর্মণের ৮৫তম জন্মদিনে গাইতে দেখা গেছে বলিউডের প্রবীণ গায়িকা আশা ভোঁসলেকে (Asha Bhosle)। শুক্রবার আচমকাই খবর ছড়িয়ে পড়ে যে প্রয়াত আশা ভোঁসলে। তাহলে কি গোপনেই শেষকৃত্য হয়ে গেল কিংবদন্তির?

আরও পড়ুন- Abhishek-Sharly: ৩ মাসেই বিয়ে ভাঙছে অভিষেক-শার্লির? ডিভোর্স নোটিসের ঝলক দেখিয়ে অভিনেত্রী লিখলেন…

আসলে‘শাবানা শেখ’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আশা ভোঁসলের মৃত্যুর খবর জানানো হয়। তাতে লেখা হয়— “বিখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। এর মধ্য দিয়ে একটি যুগের সমাপ্তি হলো (১ জুলাই, ২০২৫)।” মূলত, ১ জুলাই এই পোস্ট করা হয়। এরপর এটি ছড়াতে থাকে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন বরেণ্য এই শিল্পীর ভক্তরা-অনুরাগীরা। 

এরপরেই সোশ্যালে ছড়িয়ে পড়েছে, ‘প্রয়াত বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে। একটি যুগের অবসান!’ শুধু তাই নয়, গায়িকার মালা পরানো একটি ছবি ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। যা নিয়ে বেশ বিড়ম্বনায় পড়েছেন গায়িকার পরিবার, সেই সঙ্গে হতবাক বলিউড।

গুঞ্জন ক্রমশ বাড়তেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গায়িকা-পুত্র আনন্দ ভোঁসলে। এ বিষয়ে কথা বলতে আশা ভোঁসলের পুত্র আনন্দ ভোঁসলের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যম। তিনি বলেন, “এ খবর সত্য নয়।” আশা ভোঁসলে সুস্থ আছেন। কিছু হয়নি তাঁর। কীভাবে এই ভুয়ো মৃত্যুসংবাদ ছড়াল, তিনিও জানেন না।

আরও পড়ুন- Actress Death: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর পচা-গলা দেহ! ‘আপনারা যা ইচ্ছে করুন’, মরদেহ নিতে অস্বীকার বাবা-ভাইয়ের…

১৯৪৩ সালে গানের জগতে পা রাখেন আশা ভোঁসলে। ৮ দশকের বেশি সময় জুড়ে রাজ করছেন তিনি। শুধু হিন্দি নয়, অন্যান্য ২০টি ভারতীয় ভাষার পাশাপাশি বেশ কিছু বিদেশি ভাষাতেও গান রেকর্ড করেছেন।  সংগীত জীবনে মোট ৯২৫টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন। ১২০০০ এরও অধিক গান গেয়েছেন। ভারত সরকার তাকে ২০০৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করেন।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *