জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েক ঘণ্টায় ভারতীয় ফুটবলের আকাশ আরও অন্ধকার হয়েছে! জল্পনাই শেষপর্যন্ত সত্যি হল। আপাতত আইএসএল ২০২৫-২৬ মরসুম (ISL 2025–26) মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড ওরফে এফএসডিএল (FSDL)।
সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF) ও অংশগ্রহণকারী ক্লাবগুলিকে চিঠি দিয়ে সেকথা জানিয়ে দিয়েছে তারা। তবে শনিবার দুপুরে বিবৃতি দিয়ে আশার বাণী শোনাল এআইএফএফ। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিল যে, আইএসএল যাতে হয়, তার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।
এফএসডিএল আইএসএল মুলতুবি রাখার পর প্রকাশ্যে প্রথম বিবৃতিতে জানিয়েছে, ‘এআইএফএফ এবং তার স্টেকহোল্ডাররা ভারতীয় ফুটবলের সর্বোত্তম স্বার্থে আইএসএলের ধারাবাহিকতা নিশ্চিত করার সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করবে এবং তাদের ক্ষমতার মধ্যে যা আছে, সেটাই করবে। আমরা অন্তর্বর্তীকালীন সকল স্টেকহোল্ডারদের বোঝাপড়ার অনুরোধ করছি।’…
আরও পড়ুন: ISL: ‘ভারতীয় ফুটবলে কালো দিন’, আপাতত স্থগিত আইএসএল…
এফএসডিএল এবং এআইএফএফ-এর মধ্যে স্বাক্ষরিত হওয়া মাস্টার্স রাইটস্ এগ্রিমেন্ট (এমআরএ) আগামী ৮ ডিসেম্বর শেষ হচ্ছে। এই চুক্তি লিগের কাঠামো, কার্যক্রম এবং বাণিজ্যিক কাঠামোকে ভিত্তি করেই হয়েছে। চুক্তি শেষ হওয়ার অনেকটা আগেই কিন্তু লিগ শুরু হয়ে যাবে।
ক্লাব এবং সম্প্রচারকদের লজিস্টিক এবং বাণিজ্যিক সক্রিয়করণের পরিকল্পনা করার জন্য দীর্ঘমেয়াদী স্পষ্টতা প্রয়োজন। যে কারণে এফএসডিএল চিঠিতে লিখেছিল, ‘এই পরিস্থিতিতে আমরা আর ২০২৫-২৬ আইএসএল মরসুম এগিয়ে নিয়ে যাওয়ার মতো জায়গায় নেই। তাই যত দিন না নতুন চুক্তি সংক্রান্ত কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে ততদিন লিগ মুলতুবি রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
আরও পড়ুন: ভরপুর চমকের ডুরান্ড, মণিপুর ডার্বির সঙ্গে ২ বিদেশি টিম! ইস্ট-মোহনের প্রথম ম্যাচ কবে?
এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবল ইকোসিস্টেমই ঘাঁটতে চলেছে। বিশেষ করে আইএসএলের কথাই বলতেই হবে। কারণ দেশের এক নম্বর লিগ এখন আইএসএল। ক্লাব, খেলোয়াড় এবং স্পনসরদের জন্য যা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। গত ২৬ এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানির সময়ে, আদালতের পর্যবেক্ষণ শোনার পর, ফেডারেশনের আইনি পরামর্শদাতারা, নির্দেশ দিয়েছিলেন যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমআরএ নবায়ন করা উচিত নয়। যার ফলস্বরূপ, ফেডারেশন জানিয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত চুক্তির সম্প্রসারণের বিষয়ে সমস্ত আলোচনা স্থগিত রাখা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
