Kalyan Banerjee on Suvendu Adhikari: ‘শুভেন্দুর থেকে বড় পাকিস্তানি চর আর নেই’, বিরোধী দলনেতাকে নিশানা কল্যাণের


বিধান সরকার: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেন, শুভেন্দু অধিকারী বলছে কাশ্মীরে কেউ যাবেন না। বলেছে কিনা? আরে কাশ্মীর তো ভারতেরই একটা অঙ্গ। এ কথা কে বলে? পাকিস্তান বলে। পকিস্তান বলে এটা তাদের অংশ। আপনারা কেউ আসবেন না। এলেই উড়িয়ে দেব। শুভেন্দু বলছে পাকিস্তানে কেউ যাবেন না। এর চেয়ে বড় পাকিস্তানের চর আর কেউ নেই। শুভেন্দু অধিকারী হল পাকিস্তানের চর। তাই এ কথা বলছে। আরে তুই আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আটকা। কেন্দ্রের সব মন্ত্রীকে বল, যাবেন না।

বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে হামলার কথা টেনে আনেন কল্যাণ। তৃণমূল সাংসদ বলেন, গত ৫-৭ দিনে ওড়িশাতে ২০০ জন বাঙালিকে আটকে রেখেছে। বলে বাংলাদেশি। ভাবুন একবার। আপনি কোনও কাজে ওড়িশায় গেছেন বা দিল্লি গেছেন। বিহার গেছেন, উত্তরপ্রদেশ গেছেন। আপনি জানেন না আপনি ফিরতে পারবেন কিনা। বাংলায় কথা বললেই বলছে বাংলাদেশি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গতকাল বলেছে, বাংলায় যে কথা বলবে সে বাংলাদেশি।এই হচ্ছে বিজেপি। আমরা পদক্ষেপ করছি। বিজেপি কোন রাজ্যে কী করতে পারে সেটাও আমরা দেখব। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা শুরু হয়েছে। বাঙালির উপর অত্যাচার আমরা মানব না। বিজেপি ভাবছে উত্তরপ্রদেশ আর বিহারের কিছু লোক নিয়ে পশ্চিমবঙ্গ চালাবে। সেটা হতে দেব না।

বিজেপিকে বিঁধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কথায় কথায় হিন্দু আর মুসলিম এর মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ওরা। আমরা বলছি আমরা এটা হতে দেব না। হিন্দু তোদের বাপের সম্পত্তি নয়। বিজেপির কতগুলো জালি হিন্দু আছে। আসলি হিন্দু আমরা। যে সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলে তারাই হল আসলি হিন্দু। বিজেপির স্বপ্ন হচ্ছে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে দাও আর মৃতদেহের উপর দিয়ে রক্তের উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে। যেই বিজেপির লোক দেখবে চোর চোর বলে চেঁচাবে।

আরও পড়ুন-‘সমস্ত জটিলতা কাটিয়ে যেন এগোতে পারি!’ দিল্লি কালীবাড়িতে রিঙ্কুকে পাশে নিয়ে পুজো দিলীপের, তারপর…

আরও পড়ুন- বিমানবালার ব্যাগেই মিলল….তোলপাড় বিমানবন্দর, আসরে নামলেন প্রভাবশালী স্বামী

এদিকে, বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের এমন অবস্থা হয়েছে এখানে কোন সরকার চলছে না সরকার চালাচ্ছে হাইকোর্ট। আইনের থাপ্পড় খেতে খেতে এদের এমন অবস্থা হয়েছে।
যারা বাংলাদেশী তারা তো বাংলাতেই কথা বলে। তাদেরকে ধরে এনে সব ভোটার তৈরি করেছেন। এটা তো প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশি নাগরিক তাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব জাল এখানকার। কাগজ দেখে যারা বাংলাদেশি তাদেরকে ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যারা এখানকার বাসিন্দা তাদের রেখে দেয়া হচ্ছে। ওরা বুঝতে পেরেছে ছাব্বিশে পশ্চিমবঙ্গের মানুষ ওদের আর মেনে নেবে না। তাই মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *