নকিব উদ্দিন গাজী: পরপর দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু। যার সঙ্গে কখনও উঠছে খুনের (Murder) প্রশ্ন, কখনও আত্মহত্যা (Suicide)। স্থান ২৪ পরগনা (South 24 Parganas)।
দুটি মৃত্যু
একটি ঘটনায় দশম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা যায় দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার দক্ষিণ উত্তরকুসুম তালপুকুর এলাকায়। ঘটনায় সন্দেহ দানা বাঁধছে এলাকাবাসী ও প্রশাসনের মধ্যে। অন্য একটি ঘটনায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার রুকিয়া গ্রামে।
নাবালিকা ছাত্রীর মৃত্যু
প্রথম ঘটনায় জানা গিয়েছে, দক্ষিণ উত্তরকুসুম তালপুকুর এলাকায় ওই নাবালিকা ছাত্রীর মৃত্যু ঘটে। অভিযোগ, পরিবারের পক্ষ থেকে কোনওরকম লিখিত তথ্য ছাড়াই চুপিসাড়ে মৃতদেহ কবরস্থ করা হয়। বিষয়টি জানতে পেরে পুলিস তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে কবর খুঁড়ে দেহ তুলে তা ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিস মর্গে পাঠায়।
নাবালকের সঙ্গে প্রেম?
স্থানীয় সূত্রে খবর, ওই ছাত্রী এলাকার এক নাবালক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এবং এর জেরে একসময় সে বাড়ি ছেড়ে বেরিয়েও যায়। পরে মেয়েটির পরিবারের লোকজন তাকে খুঁজে বাড়িতে ফিরিয়ে আনেন। ওই ছাত্রীর বাবা তাঁর বন্ধুর বাড়িতে ছাত্রীকে রেখেছিলেন। কিন্তু এর পরই রহস্যজনক ভাবে মৃত্যু হয় ওই ছাত্রীর। পুলিসকে না জানিয়ে তার পরেই তড়িঘড়ি শনিবার তাকে কবর দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: Horoscope Today: মেষের সাফল্য, বৃষের প্রাপ্তি, মিথুনের অগ্রগতি! দেখে নিন, আজ কেমন যাবে আপনার দিন…
এলাকায় উত্তেজনা
ঘটনায় প্রশ্ন উঠছে– এটি ওই ছাত্রীর স্বাভাবিক মৃত্যুর ঘটনা? না কি, এটা আত্মহত্যা, না, এর পেছনে রয়েছে খুনের চক্রান্ত? পুলিস ইতিমধ্যেই ছাত্রীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট বলা সম্ভব নয়। তবে সবটা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় মহলে ঘটনার ন্যায্য তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে উত্তেজনা ছড়ায়।
গৃহবধূকে শ্বাসরোধ করে খুন
অন্য ঘটনাটিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে। ওই ঘটনার জেরেও উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার রুকিয়া গ্রামে। মৃত গৃহবধূর নাম জরিনা বিবি (২২)। ঘটনার পরে ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে মারধর করেন। পরে গ্রেফতার হন স্বামী শফিকুল শেখ।
সংসারে অশান্তি
মৃত গৃহবধুর পরিবারের লোকজনের অভিযোগ , দীর্ঘদিন ধরে সংসারে অশান্তি চলছিল। স্বামীর পরকীয়ার প্রতিবাদ করতেন জরিনা। প্রায় সময় জরিনাকে মারধর করত স্বামী। একাধিকবার এই নিয়ে পারিবারিকভাবে বসে মিটিয়েও দেওয়া হয়। কিন্তু তাতেও কিছু হয়নি। অবশেষে স্ত্রীকে মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে মারধর করে বলে জানা যায়। পরে পুলিস এসে শফিকুল শেখকে গ্রেফতার করে। অভিযুক্ত শাশুড়ি আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। এই দম্পতির দুই বছরের এক শিশুকন্যা রয়েছে বলেও জানা যায়। তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিস।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)