ভিনরাজ্য়ে বাঙালিদের ‘হেনস্থা’র পথে পথে তৃণমূল, মিছিল হাঁটবেন মমতা-অভিষেক… Mamata Banerjee and abhishek Banerjee to walk in a rally to protest the harrassment of Bengali speaking peopel in BJP Ruled states


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপিশাসিত রাজ্য়ে বাঙালিদের হেনস্থার প্রতিবাদের এবার পথে তৃণমূল। কলকাতায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার  ডোরিনা ক্রসিংয়ে পর্যন্ত মিছিলে হাঁটবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অভিষেকও। কবে? ১৬ জুলাই বুধবার।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘বেকারত্ব কমেছে, বেড়েছে জীবনের মান’, নীতি আয়োগের রিপোর্টেই বাংলায় উন্নয়নের স্বীকৃতি দেখছেন মমতা!

আর মাত্র এক সপ্তাহ। আগামী সোমবার ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস। রাজ্যজুড়ে ২১ জুলাই প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। তার ঠিক ৫ দিনে আগে কলকাতা মিছিলে হাঁটতে দেখা যাবে মমতা-অভিষেককে। ওড়িশাই হোক কিংবা দিল্লি, বিজেপিশাসিত রাজ্য়গুলি লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে! বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে এবিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেককে সঙ্গে পথে নামছেন তিনি নিজেই।

রাজনৈতিক মহলের মতে, একুশে জুলাইয়ের আগে মমতা ও অভিষেকে একসঙ্গে পথে নামা অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ। এতে দু’জনের মধ্যে রাজনৈতিক দূরত্বের যে জল্পনা চলছে, তাতে ইতি পড়বে বলেই মনে করা হচ্ছে। এর আগে, গত বছর ৭ মার্চ নারী দিবসের প্রাক্কালে অভিষেক ও মমতা একসঙ্গে মিছিলে হেঁটেছিলেন। সেবার মিছিল হয়েছিল মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত।

আরও পড়ুন:   Bengal Weather Update: কাল সারাদিন প্রবল বর্ষণ! কলকাতা সহ সব জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি, সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝড়…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *