জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকস্থলীতে ক্যানসারের দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত দক্ষিণ কোরিয়ার বিখ্যাত অভিনেত্রী কাং সিও-হা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৩১। অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁরই এক আত্মীয় সোশ্যাল মিডিয়াতে একটি হৃদয়বিদারক পোস্টের মাধ্যমে।
পোস্টটিতে লেখা আছে, ‘আমার এখনও বিশ্বাস হচ্ছে না, দিদি… বিপুল ব্যথার মধ্যেও তুমি সবসময় অন্যদের, আমাকে নিয়ে চিন্তা করতে। মাসের পর মাস ব্যথায় যখন তুমি খেতে পারোনি,তখনও নিজের কার্ড আমাকে দিতে, নিশ্চিত করতে যেন আমি খাবার মিস না করি- আমার এঞ্জেল যে খুবই তাড়াতাড়ি চলে গেল।’
আরও পড়ুন: ‘ও আমার দু’হাত উপরে তুলে, দেওয়ালে ঠেসে ধরে…’! কাঁদতে কাঁদতে অভিনেত্রীর ভিডি…
আরও লেখা, ‘এমনকি যখন পেনকিলার খেয়ে ব্যথা সহ্য করছিলে, তুমি বলেছিলে তুমি কৃতজ্ঞ যে পরিস্থিতিটা এতটাও খারাপ না। আমার তখন খুবই কষ্ট লাগে, দিদি। তুমি কত কষ্টের মধ্যে ছিলে। এখন তুমি যেখানে আছো খুশি থেকো। যেই উপহারটা তুমি আমায় দিয়েছিলে, যেটা বলে ছিলে আমাকে তোমার কথা মনে করাবে, সেটি আমি ঠাকুমাকে দিয়েছি। কিন্তু তুমি সর্বদাই আমার মনে থাকবে।
আরও পড়ুন: ভয়ংকর গাড়ি দুর্ঘটনা শ্যুটিং! মারকাটারি অ্যাকশনের চাহিদায় প্রাণ গেল স্টান্টম্যানের…
‘এবং পরের জন্মে আমার বোন হয়ে ফিরে এসো। আমি তোমার ভালো করে যত্ন নেব। চিন্তা করবে না, আমি আমাদের আত্মীয় ও ওঁকিরও খেয়াল রাখব। এবার শান্তিপূর্ণ, সাধারণভাবে জীবনযাপন করো, সমুদ্রের ধারের সেই বাড়িতে যেখানে তুমি সবসময় আমাদের ঠাকুরদাদের সঙ্গে একসাথে থাকতে চেয়ে ছিলে। সবসময় খুশি থেকো।’
তোমাকে খুব খুব ভালোবাসি। ধন্যবাদ আমাদের পরিবারে আসার জন্য, আমার বোন হওয়ার জন্য…তোমার কথা সবসময় মনে পড়বে…আই লাভ ইউ।’ এখানেই নোটটি শেষ হয়।
কাং সিও-হার অন্ত্যেষ্টিক্রিয়া হবে ১৬ জুলাই। তাঁর কবর রাখা হবে তাঁরই পারিবারিক, গিয়ংনাম এলাকার হামান, সমাধিস্থলে।
কাং সিও-হা পরিচয়:
সিও-হার ডেবিইউ হয় ২০১২ সালে ব্রের্ভ গাইজের গান ‘গেটিং ফারদার আওয়ে’ দ্বারা। তিনি অভিনয় করেছেন স্কুলগার্ল ডিটেকটিভ, অ্যাসেম্বলি, ফার্স্ট লাভ এগেইন, দ্য ফ্লাওয়ার ইন প্রিজ়ন সহ আরও অনেক শোতে।
আসন্ন ছবি, ‘ম্যাঙ্গনেইন’-এরও একটি অংশ হচ্ছেন তিনি, যা তাঁর মৃত্যুর আগেই শুট করা হয়। এটি হবে তাঁর সিনেমার পর্দায় শেষ কাজ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)