জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: পশ্চিমবঙ্গ থেকে সরেছে নিম্নচাপ। কমেছে শক্তিও। কিন্তু দুর্যোগের হাত থেকে আপাতত রেহাই নেই রাজ্যবাসীর। আজ, মঙ্গলবার দিনভরই হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা দক্ষিণবঙ্গের সবজেলাতেই। সঙ্গে দমকা হাওয়া। ভারী বৃষ্টি সর্তকতা উত্তরবঙ্গেও।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গে থেকে সরিয়ে ঝাড়খণ্ডে গিয়ে শক্তি হারিয়েছে নিম্নচাপ। এখন সেটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে উত্তর ঝাড়খণ্ড ও দক্ষিণ বিহারে। আবহাওয়াবিদদের অনুমান, নিম্নচাপটি এবার পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। সেক্ষেত্রে দক্ষিণ বিহার পেরিয়ে নিম্নচাপ চলে যেতে পারে উত্তরপ্রদেশের দিকে।
দক্ষিণবঙ্গ
—
আজ, মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যত্-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সতর্কতা।
কাল, বুধবার থেকে নিম্নচাপের প্রভাব কমবে। কমবে বৃষ্টির পরিমাণও। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়ার বৃষ্টির পূর্বাভাস। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া। বৃষ্টি চলবে বৃহস্পতিবারও। শুক্র থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি পরিমাণ আরও কমবে। বুধবারের পর থেকে তাপমাত্রা বৃদ্ধির কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গ
—-
আজ, মঙ্গলবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ির কিছু অংশে। বাকি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। কাল, বুধবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতি ও শুক্রবার থেকে বৃষ্টি পরিমা কমবে ধীরে ধীরে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অসস্তি বাড়বে।
শনিবার থেকে ফের ভারী বৃষ্টি সতর্কতা উত্তরবঙ্গে। শনি থেকে সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে এই পাঁচ জেলার ভারী বৃষ্টি বেশ কিছু এলাকায় হবে শনি রবি ও সোমবারেও। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। চলতি মরসুমে উত্তরবঙ্গে যখন বৃষ্টির ঘাটতি, তখন দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ৩৪ শতাংশ। আর উত্তরবঙ্গে ঘাটতি ৪০ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)