নিকাশি কর্মীদের ছুটি বাতিল, অতিবৃষ্টিতে শহর ডুবলে কী ব্যবস্থা, জানালেন ফিরহাদ| Drainage workers leave cancelled rain water will not stag in Kolkata says Firhad Hakim


রক্তিমা দাস: বর্ষায় কলকাতার রাস্তা ক্রমশ খারাপ হচ্ছে। কোথাও জল জমে। কোথাও রাস্তায় গর্ত হয়ে গিয়েছে। এনিয়ে এবার সরব মেয়র ফিরহাদ হাকিম। মেয়র বলেন, কলকাতার রাস্তার অবস্থা খুব খারাপ নয়। আমরা যদি ৩-৪ দিনের ড্রাই স্পেল পাই তাহলে সমস্তটাই সারিয়ে দেব। কলকাতার রাস্তার নিচে গঙ্গার মাটি আছে। তাই বর্ষাকালে মাটি দুর্বল হয়ে যায়; রাস্তা খারাপ হয়ে যায়। এটা বরাবর হয়।
কলকাতার রাস্তার নিচে এত ইউটিলিটি যে সবটা রাস্তা ঢালাই করে দেওয়া সম্ভব নয়। আর বৃষ্টিটা দেখুন!  কয়েক দিনে এক হাজার মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। একটু ড্রাই স্পেল পেলে সবটা নরমাল হয়ে যাবে।

বর্ষার মরসুমে নিকাশি বিভাগের পদক্ষেপ করা হয়েছে? ফিরহাদ বলেন, নিকাশি একটা এমার্জেন্সি বিভাগ। তাই এই বর্ষার সময় অতি বৃষ্টির কারণে জল যাতে না জমে সেই কারণেই ছুটি বাতিল করা হয়েছে। না হলে আপনারাই আবার যখন বৃষ্টি হবে, তখন  দেখাবেন জল জমেছে শহরে।

আরও পড়ুন-আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি

আরও পড়ুন-‘অপরাধের সঙ্গে সরাসরি যোগ প্রমাণ করতে পারেনি তদন্তকারীরা’, আদালতের রায়কে চ্যালেঞ্জ সঞ্জয়ের…

জমা জল নিয়ে ফিরহাদ বলেন,  পাতিপুকুরে জল দাঁড়ায়নি। অতিবৃষ্টিতেও দ্রুত জল সরবে কলকাতায়। ওখান থেকে প্রচুর পলি বের করা হয়েছে। শুধু পাতিপুকুর নয় আমরা সারা কলকাতাতেই ডিসিলটিং করেছি। সেই কারণে এখন ২০ মিলিমিটার প্রতি ঘন্টায় বৃষ্টি হলেও জল সরে যাচ্ছে। এর থেকে বেশি যখন হয় অর্থাৎ ২০০/ ৩০০ মিলিমিটার তখন কয়েক ঘন্টা লাগে জলটা সরে যেতে। খুব বেশি বৃষ্টি হলেও ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগে এখন কলকাতা শহরের জল সরে যেতে। শহরের বেশিরভাগ অংশই এখন জল যন্ত্রণা থেকে মুক্ত। কয়েকটা অংশ আছে যেমন অ্যাডেড এরিয়া। বেহালার কিছু অংশ ঠাকুর পুকুরের যে তিনটি ওয়ার্ড নতুন করে যুক্ত হয়েছে এই এলাকাগুলোই নিকাশের পরিকাঠামো নেই আমরা তৈরি করার চেষ্টা করছি ভবিষ্যতে এই সমস্যাও আর থাকবে না। 

খিদিরপুর টানেল বোরিং হচ্ছে। কতটা বিপজ্জনক! ফিরহাদ বলেন, এটা আমাদের বিষয় নয় এটা মেট্রো কর্তৃপক্ষকেই দেখতে হবে। ওদের ইঞ্জিনিয়ারদের আরো বেশি সতর্ক থাকতে হবে। কারণ এখানে অনেক পুরনো বাড়ি রয়েছে এবং খিদিরপুর এলাকায় হেরিটেজ বাড়ি রয়েছে। সতর্কভাবে কাজ করা উচিত। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *