সংখ্যালঘু ভোটে থাবা, ভিক্টরকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়ার নিদান রাজ্যের মন্ত্রীর |Congress taking space in minority vote bank in Uttar Dinajpur


ভবানন্দ সিংহ: একুশে জুলাইয়ের প্রস্তুতিসভা থেকে এবার কংগ্রেস নেতা আলি ইমরান রমজ ওরফে ভিক্টরকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানীর। মন্ত্রী বলেন, “গোয়ালপোখর, চাকুলিয়া, করনদিঘি, ইসলামপুরে ভিক্টরকে দেখলেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন।” গোয়ালপোখরের তৃণমুল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানীর এই মন্তব্যে সরগরম রাজনীতি। 

গত লোকসভা নির্বাচনে প্রচারে গিয়ে QR কোড দিয়ে আর্থিক অনুদান সংগ্রহ করেন রায়গঞ্জ লোকসভার কংগ্রেস প্রার্থী আলি ইমরান রমজ (ভিক্টর)। গোয়ালপোখরে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় ওই প্রসঙ্গ তুলে ধরেই ভিক্টরকে “বিজেপির দালাল” বলে কড়া ভাষায় আক্রমণ করেন রব্বানী। পাশাপাশি ভিক্টরকে এলাকায় দেখতে পেলে তাড়িয়ে দেওয়ারও নিদান দেন।
 
মন্ত্রীর ওই মন্তব্যের পালটা ভিক্টরের দাবি, এক সময় ভিক্টর ফ্যাক্টর ছিল না। এরাই বলেছিল। আজ ভিক্টর মাথাব্যথার কারণ হয়েছে কেন? আসলে তৃণমূল মানুষের টাকা চুরি করে জনসমর্থন হারিয়েছে। আর মানুষ আমাকে লোকসভায় টাকা দিয়ে প্রচারে সাহায্য করেছিল। সবটাই নির্বাচন কমিশনের জানা। বিজেপির হয়ে মমতা ব্যানার্জি কাজ করছেন, এটা উত্তর দিনাজপুর সহ বাংলার মানুষ স্পষ্ট বুঝে গিয়েছে। 

এদিকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে শান্তি বিঘ্নিত হওয়ার অভিযোগ তুলে মন্ত্রীর বিরুদ্ধে চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। তাতে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়তে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-ফাঁ*সি আপাতত স্থগিত! কেরালার নার্স নিমিশার প্রাণ বাঁচাতে ইয়েমেনে বৈঠকে ভারতের এই মুফতি

আরও পড়ুন- বউকে প্রিয় বন্ধু বিয়ে করে নিতেই সেই বন্ধুকে খু*ন*ই করে ফেলল…

গোলাম রব্বানী বনাম ভিক্টর দ্বন্দ্বে একটা বিষয় স্পষ্ট, যে সংখ্যালঘু ভোটই মুলত ফ্যাক্টর হতে চলেছে এবারের বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায়। রাজনৈতিক মহল বলছে উত্তর দিনাজপুরের ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করনদিঘি, হেমতাবাদ ও ইটাহার বিধানসভাতে মুলত হারানো জমি ফিরে পেতে সংখ্যালঘু ভোটেই টার্গেট কংগ্রেসের। আর নির্বাচন এগিয়ে আসতেই কংগ্রেস এই সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারে। কার্যত এই আশঙ্কাতেই রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস তা মোটামুটি গোলাম রাব্বানীর বক্ত্যব্যেই স্পষ্ট। আর যা নিয়ে রাজনীতির ময়দান সরগরম হয়ে উঠেছে। তবে জেলার সংখ্যালঘুদের সমর্থন কোন দিকে যাবে তা সময়ই বলবে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *