২৭ রানে শেষ! ৭০ বছরের টেস্ট ইতিহাসে উইন্ডিজের চরম লজ্জা, হল অবিশ্বাস্য ১৫ রেকর্ড


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩ টেস্ট ও ৫ ম্যাচের টি-২০ আই সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে এসেছে অস্ট্রেলিয়া (Australia Tour Of West Indies 2025) দুই ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজের সূচনা হয়েছে টেস্ট সিরিজ দিয়ে। অস্ট্রেলিয়া হোয়াইওয়াশ করেছে উইন্ডিজকে। প্যাট কামিন্সরা বার্বাডোজের (১৫৯ রানে জয়ী অজিরা) পর গ্রেনাডা (১৩৩ রানে জয়ী অজিরা) ও শেষে জামাইকায় (১৭৬ রান) জয়ধ্বজা উড়িয়েছে রস্টন চেজের টিমের বিরুদ্ধে। তবে টেস্ট সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে চরম লজ্জায় পড়েছেন চেজরা! মাত্র ২৭ রানে অলআউট হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন তাঁরা। 

জামাইকায় তৈরি হয়েছে একের পর এক রেকর্ড:

১) পাঁচ দিনের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন দ্বিতীয় সর্বনিম্ন স্কোর উইন্ডিজের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ২৬ রানে অলআউট হয়েছিল। যা এখনও সর্বনিম্ন টেস্ট স্কোরের রেকর্ড। বিগত ৭০ বছরের টেস্ট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সর্বনিম্ন স্কোরে নিজেদের নাম লেখাল…!

২) টেস্টের চতুর্থ ইনিংসে সর্বনিম্ন স্কোরের সঙ্গেই ২৭ রান দিন-রাতের টেস্ট ম্যাচে সর্বনিম্ন।
 

আরও পড়ুন: ১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট! ফরম্যাট-মাঠ-দল থেকে পদকের ম্যাচ, সব জানুন সবার আগে…

 
৩) ১৪৮ বছরে এই প্রথম ৭ জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। জন ক্যাম্পবেল, কেভলন অ্যান্ডারসন, ব্র্যান্ডন কিং, রোস্টন চেজ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান এবং জেডেন সিলস খাতা না খুলেই ফিরে গিয়েছেন সাজঘরে…! নতুন বিশ্ব রেকর্ড হয়েছে। পুরুষদের টেস্ট ক্রিকেটে এর আগে ছ’বার এই ঘটনা ঘটেছে। কিংস্টনের আগে সর্বশেষ ঘটনাটি ২০২৩/২৪ সালে কেপটাউনে হয়েছিল ভারতের।

৪) কিংস্টনে ২০৪ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই সমস্যায় পড়ে। মিচেল স্টার্ক প্রথম ওভারের প্রথম, পঞ্চম এবং ষষ্ঠ বলে উইকেট তুলে তাদের ০/৩-এ ঠেলে দেয়। ২০০৫-০৬ সালের করাচি টেস্টের প্রথম ওভারে হ্যাটট্রিক করা ইরফান পাঠানের পর, স্টার্ক পুরুষদের টেস্ট ক্রিকেটে ইনিংসের প্রথম ওভারে তিন উইকেট নেওয়া দ্বিতীয় বোলার হয়েছেন।

৫) স্টার্ক পাঁচ উইকেট নিয়েছেন মাত্র ১৫ ডেলিভারিতে। স্টার্ক দ্বিতীয় ওভারে উইকেটশূন্য থাকা সত্ত্বেও, তিনি তাঁর তৃতীয় ওভারের প্রথম এবং তৃতীয় বলে উইকেট তুলে নেন এবং ইতিহাসের প্রথম বোলার হিসেবে ১৫ বলে ৫ উইকেট পেয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল ১৯ বলের, যৌথভাবে ছিল এর্নি টোশ্যাক, স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) এবং স্কট বোল্যান্ডের ছিল (অস্ট্রেলিয়া)। 

৬) স্টার্ক ৫ উইকেট তুলে নেওয়ার ফলে ওয়েস্ট ইন্ডিজ ৭-৫-এ নেমে আসে! যা পঞ্চম উইকেটের পতনের পর যৌথ ভাবে দ্বিতীয় সর্বনিম্ন রান। ১৯৫২ সালে ওভালে ভারতের সংগ্রহ ছিল ৬-৫! আর ১৮৮৮ সালে ম্যাঞ্চেস্টারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৭-৫। দুটিই ইংল্যান্ডের বিপক্ষে।
 
৭) স্টার্ক তাঁর কেরিয়ারের ১০০ নম্বর টেস্টে আগুনে বোলিং করেছেন। সেঞ্চুরি টেস্টে ৪০০ তম টেস্ট শিকারের মাইলস্টোনও স্পর্শ করেছেন। শেন ওয়ার্ন (৭০৮), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) এবং নাথান লিয়ঁ (৫৬২) এর পর চতুর্থ অজি হিসেবে এই নজির গড়লেন তিনি।

৮) স্টার্ক ৯ রানে ৬ উইকেট নিয়েছেন এবং এক ইনিংসে ১০ রানের কম রান দিয়ে ছয় বা তার বেশি উইকেট নেওয়া সপ্তম বোলার হয়েছেন। বোল্যান্ড (৬-৭) এই তালিকায় আছেন, স্টার্কের প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কও আছেন (৬-৯)।

৯) স্টার্কের ৯ রানে ৬ উইকেট নেওয়ার ঘটনা ফাস্ট বোলার হিসাবে প্রথম। কেরিয়ায়ের ১০০তম টেস্ট ম্যাচে যে কোনও বোলারের পক্ষেই সেরা পরিসংখ্যান। অন্যরা হলেন মুথাইয়া মুরলিধরন (৬-৫৪), শেন ওয়ার্ন (৬-১৬১), আর.অশ্বিন (৫-৭৭) এবং অনিল কুম্বলে (৫-৮৯)।

১০) স্টার্ক চতুর্থ অজি হিসেবে ৪০০ উইকেট নিয়েছেন। ক্রিকেট ইতিহাসের ১৮তম বোলার হিসেবে এই নজির গড়েছেন। বাঁ-হাতি পেসারদের মধ্যে শুধুই ওয়াসিম আক্রম (৪১৪) স্টার্কের বেশি টেস্ট উইকেট পেয়েছেন।

আরও পড়ুন:  ১৩ চার ১০ ছয়ে ৭৮ বলে ১৪৩! ব্রিটিশদের বিরুদ্ধে বিস্ময় বৈভবের বিস্ফোরক ইতিহাস…

১১) দিন-রাতের টেস্টে হ্যাটট্রিককারী প্রথম বোলার হয়েছেন বোল্যান্ড। সামগ্রিকভাবে তিনি দশম অস্ট্রেলীয় বোলার হিসাবে হ্যাটট্রিক করেছেন। হিউ ট্রাম্বল এবং জিমি ম্যাথিউজ দু’বার এটি করেছিলেন।
 
১২) ওয়েস্ট ইন্ডিজ ১১/৬ হয়ে যায়। যা আবারও যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর! ১৮৮৮ সালে ম্যাঞ্চেস্টারে অস্ট্রেলিয়া ৭/৬ এবং ১৮৯৬ সালে ওভালে ১১/৬ উভয়ই ছিল ইংল্যান্ডের বিপক্ষে।

১৩) ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ছয় ব্যাটার চার রান করেছিলেন। যা এখনও সর্বনিম্ন! ১৮৮৭/৮৮ সালে সিডনিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার শীর্ষ ছয় ব্যাটারের ১২ রান ছিল। প্রথম ছয় ব্যাটারের মধ্যেও চারটি শূন্য রান যৌথভাবে সর্বাধিক (শীর্ষ ছয় ব্যাটারে মধ্যে চারজনের শূন্য রানে ফিরে যাওয়ার পূর্ববর্তী তিনটি ঘটনা রয়েছে)।
 
১৪) ১৪.৩ ওভারে গুটিয়ে গিয়েছে। যা ক্রিকেট ইতিহাসের তৃতীয় সংক্ষিপ্ততম অলআউট টেস্ট ইনিংসের নজির। ১৯২৪ সালে বার্মিংহামে দক্ষিণ আফ্রিকাকে ১২.৩ ওভারে ৩০ রানে অলআউট করেছিল ইংরেজরা। যেখানে দক্ষিণ আফ্রিকা ২০২৪/২৫ সালে ডারবানে শ্রীলঙ্কাকে ১৩.৫ ওভারে ৪২ রানে অলআউট করেছিল।

১৫) ইতিহাসের ১৫তম নির্ধারিত টেস্ট ম্যাচ যেখানে কোনও ব্যাটার পঞ্চাশ ছুঁতে পারেননি (স্টিভ স্মিথের ৪৮ রানই ছিল সর্বোচ্চ)। 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *