অর্ণবাংশু নিয়োগী: বেকসুর খালাস করা হোক, এই দাবীতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় (Sanjay Roy)। এবার তদন্তকেই সরাসরি চ্যালেঞ্জ আরজি করের দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের। নিম্ন আদালতে বিচারক বুঝতে পারেনি, তদন্ত সম্পূর্ণটাই অনুমান আর অনুমানের উপর ভিত্তি করে। সিসিটিভি ফুটেজে 4.03 থেকে 4.36 পর্যন্ত সঞ্জয়কে তিনতলায় দেখা গেলেও অপরাধের সঙ্গে সরাসরি যোগ প্রমাণ করতে পারেনি তদন্তকারীরা।
আরও পড়ুন, Mamata Banerjee: ভিনরাজ্য়ে বাঙালিদের ‘হেনস্থা’র প্রতিবাদে পথে তৃণমূল, মিছিল হাঁটবেন মমতা-অভিষেক…
হাসপাতালের তিন তলায় একাধিক এক্সেস পয়েন্ট আছে। তার মধ্যে স্টাফ রুম, পাবলিক লিফট থেকেও এক্সেস পাওয়া যায়। শুধু সঞ্জয়ের সিন অফ ক্রাইমে যাওয়ার এক্সেস আছে এটা ভেবে নিয়েছে তদন্তকারীরা। সেটা সমর্থনযোগ্য নয়। দোষীর ফোনের সঙ্গে সিন অফ ক্রাইম থেকে পাওয়া হেডফোনের যোগ পাওয়া গিয়েছে। কিন্তু সিজার হওয়ার আগে থেকেই সঞ্জয়ের ফোন ছিল পুলিসের কাছে। এমনকি বায়োলজিক্যাল এভিডেন্স কালেকশনও দেখা হয়নি।
নিম্ন আদালতের রায়ে আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছেন ওই বরখাস্ত সিভিক ভলান্টিয়ারের আইনজীবী। খুন ও ধর্ষণের মামলায় বেকসুর খালাসের আবেদন দোষী সঞ্জয়ের। ১৭ জুন হাইকোর্টে মামলা দায়ের করেছে। ১৬ জুলাই শুনানি হবে।কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে সঞ্জয়ের আবেদনের শুনানি হবে।
আরজি করের নির্যাতিতার বাবা-মা অবশ্য সঞ্জয়ের ফাঁসি চাননি। বরং তাঁদের দাবি, আরও একাধিকজন জড়িত এই ঘটনায়। তাদের খুঁজে বের করতে সঞ্জয়ের সাহায্য লাগবে। প্রসঙ্গত, ৯ অগাস্ট আরজি করের নারকীয় ঘটনার এক বছর। তার আগে ফের নতুন করে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছেন আন্দোলনকারীরা। আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার এক বছর পূর্তিতে ফের প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)