‘২১ জুলাই কাটুক, ১৫ আগস্ট পরেই অলআউট লড়াই…’, দলের নেতাদেরই তোপ দাগলেন হুমায়ুন কবীর…| before 21 july Humayun Kabir slams his own party leaders


সোমা মাইতি: ফের বিস্ফোরক হুমায়ুন কবীর। তাঁর বিধানসভা কেন্দ্রের সালারে ২১ জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে সরাসরি তোপ দাগলেন তিনি। বহরমপুর- মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় তাঁর বিধানসভার দুই ব্লক সভাপতির উপস্থিতিকে কেন্দ্র করে হুমায়ুনের বিস্ফোরক মন্তব্য। তার আক্রমণের লক্ষ্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার ও  যুব তৃণমূল সভাপতি ভীষ্মদেব কর্মকার। 

আরও পড়ুন:IndiGo Flight Emegency Takeoff: ল্যান্ড করার আগেই ভয়ংকর বিপদ! ১৭৩ যাত্রী নিয়ে আকাশেই…

তৃণমূল বিধায়ক বলেন, ‘আমি ১৫ আগস্ট পর্যন্ত সংযত থাকব। ১৫-র পরে এই তৃণমূলের জোড়া ফুলের প্রতীক নিয়েই ‘অল আউট’; লড়াইয়ে যাব। যদি জেলার সভাপতি কান্দি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয়, আমি গোটা জেলায় এর সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন জোগাব। কাদের নিয়ে জোগাব, তার পরিণতি কী হবে? তার জন্য তৈরি থেকো বন্ধু। তৈরি থেকো, আমার লড়াই করার অভ্যাস আছে।  লড়াই করে কী করে ময়দান থেকে জয়লাভ করতে হয় আমি জানি।’ 

হুমায়ুন আরও বলেন, ‘আশ্চর্য হয়ে যাই একটা যুবর ব্যানারে ২১ জুলাইকে সামনে রেখে মিটিং হচ্ছে, যেখানে ১৬ টা ব্লক, ১৩ টা বিধানসভা, কোথাও কিছু হচ্ছে না। আমার বিধানসভা থেকে দুজন ব্লক সভাপতিকে ডেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেখানে। আমাদের বিরোধিতা করার জন্য। আমাদের পেছনে ম্যাউ ম্যাউ করার জন্য। ম্যাউ ম্যাউ যত খুশি লাগাতে পারো বন্ধু, আমি যেদিন লাগব সেদিন আর কোথায় যাবে, গর্তও খুঁজে পাবে না লুকনোর জন্য আমি পরিষ্কার করে বলছি। অনেক সহ্য করেছি। এখানে আমাদের একজন রাজ্যস্তরের বলিষ্ঠ নেতা কয়েক দিন আগে জেলায় এসেছিল।  অন্য কোন ব্লক সভাপতি না!  ভরতপুরের ব্লক সভাপতিকে ফুলের তোড়া নিয়ে সার্কিট হাউসে ঢুকিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে  যে অভিনন্দন জানাচ্ছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে। আর কোন জেলা সভাপতি, ব্লক সভাপতির সেখানে জায়গা হচ্ছে না। একটাই কারণে জেলার সভাপতি ভাবছেন যে উনি ডুবে ডুবে জল খান কেউ দেখতে পান না।’

আরও পড়ুন:Satyajit Ray House Demolish: সত্যজিত্‍ রায়ের পৈতৃক বাড়ি ভাঙছে ইউনূস সরকার! মমতা সরব হতেই বাংলাদেশকে কড়া বার্তা কেন্দ্রের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *