জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিন রাজ্য বাঙালিদের উপরে অত্যাচারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি ছাব্বিশের ভোটের আগে বাঙালি আবেগে শান দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার ধর্মতলা বাঙালি হেনস্থার বিরুদ্ধে হওয়া সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় কথা বললেই অ্যারেস্ট করবে বলছে। ডিটেনসন ক্যাম্পে রেখে দিচ্ছে। ইয়ার্কি হচ্ছে! আমি এসব নিয়ে চ্যালেঞ্জ করব।
মমতা বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে লক্ষ্য করছি। প্রতিদিন আমাদের কাছে অভিযোগ আসে। সেটা আমাদের দেখতে হয়। ভারত সরকার ও বিজেপির আচরণে আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত, ব্যথিত। একটা প্রবাদ আছে বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা! ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে। আমরা সেটাকে চ্যালেঞ্জ করব।
মুখ্যমন্ত্রী বলেন, ভারত সরকার একটি নোটিফিকেশন করেছে। সেটি আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে নোটিফিকেশন করে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে, বাংলায় কথা বলে, তাঁকে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। কেউ আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলেও এমন করা হচ্ছে। বাঙালিদের ওপর এই অত্যাচার আমি মানব না।
আরও পড়ুন-চলন্ত বাসেই সন্তানের জন্ম তরুণীর, তারপর সদ্যোজাতককে নিয়ে ভয়ংকর কাণ্ড করলেন মা…
আরও পড়ুন-মুহূর্তে ঘটে গেল সবকিছু, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, ঘটনাস্থালেই নিহত ৮…
এখানেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, শুনেছি বিহারে ৩০.৫ লক্ষ ভোট বাদ দিয়ে দিয়েছে। এভাবেই মহারাষ্ট্রে ওরা জিতেছে। না হলে পারত না। দিল্লিতেও এই সব করেই জিতেছে। বিহারেও সেই পরিকল্পনা করছে। তারাও আমাদের ভাই-বোন। বাংলাতেও পরিকল্পনা করছে। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আমরা ছাড়ব না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)