অর্ণবাংশু নিয়োগী: সঞ্জয় রায়, বেকসুর খালাসের আবেদনের মামলা গ্রহণ করল রাজ্য। আরজি কর কাণ্ডের দোষী সঞ্জয় রায়ের মামলা গ্রহণ করল কলকাতা হাই কোর্ট। আদালতে তিনি বেকসুর খালাসের আবেদন করেছিলেন। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, সিবিআইয়ের দায়ের করা মামলার সঙ্গে এই মামলাটিও জুড়ে শুনানি হবে। আগামী সেপ্টেম্বর মাসে পরবর্তী শুনানি।
বুধবার হাই কোর্ট এ-ও জানিয়েছে, নির্যাতিতার পরিবার চাইলে এই মামলায় আদালতকে সহযোগিতা করতে পারবে। সঞ্জয়ের আইনজীবী কৌশিক গুপ্তের বক্তব্য, কিছু সাক্ষ্যপ্রমাণের উপর নির্ভর করে অভিযোগ প্রমাণিত হয় না। তাঁর মক্কেলকে বেকসুর খালাস দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
আরজি কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ড দেয় শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দোষীর মৃত্যুদণ্ডের জন্য আবেদন করেছে। এমতাবস্থায় বেকসুর খালাস চেয়ে হাই কোর্টে পাল্টা মামলা দায়ের করেন সঞ্জয়।
সিবিআই এর দায়ের করা মামলার সাথে শুনানি হবে সঞ্জয় রায়ের দায়ের করা মামলার। সিবিআই চেয়েছিল সঞ্জয়ের সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। সেপ্টেম্বরে মামলার পরের শুনানি। পরিবার এই মামলায় আদালতকে সহযোগিতা করতে পারবে, নির্দেশ বিচারপতি দেবাংশু বসাক এর ডিভিশন বেঞ্চের। মামলাকারী আইনজীবী জানিয়েছেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হয় না। বেকসুর খালাস হওয়ার যথেষ্ট কারণ আছে।
সিবিআই পাল্টা সওয়াল করেছেন, আমরা নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে মৃত্যু দন্ডের সাজার আবেদন করেছিলাম। আমরা এই আবেদন করতে পারি না কি সেই শুনানি পর্বে আদালতের নির্দেশ ছিল। আমাদের আবেদন করার সুযোগ আছে। পরিবারের আইনজীবী জানিয়েছেন, আমরা এই মামলায় যুক্ত হতে চাই।
সঞ্জয়ের আইনজীবী বলেছেন, আইন থাকলে, পরিবার মামলায় যুক্ত হতে চাইলে আমাদের কোন আপত্তি নেই।
বুধবার হাই কোর্ট এ-ও জানিয়েছে, নির্যাতিতার পরিবার চাইলে এই মামলায় আদালতকে সহযোগিতা করতে পারবে। সঞ্জয়ের আইনজীবী কৌশিক গুপ্তের বক্তব্য, কিছু সাক্ষ্যপ্রমাণের উপর নির্ভর করে অভিযোগ প্রমাণিত হয় না। তাঁর মক্কেলকে বেকসুর খালাস দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)