Shantipur Durga Idol: মাত্র ১০ ইঞ্চির দুর্গা, সুমিতের হাতে গড়া প্রতিমা এবার ইংল্যন্ডে


বিশ্বজিত্ মিত্র: শিল্পীর নিপুণ হাতে গড়া ১০ ইঞ্চি দুর্গা প্রতিমা এবার পাড়ি দেবে ইংল্যান্ডে। শান্তিপুর মানেই তাঁতের শাড়ি, যা বহুদিন ধরেই দেশ-বিদেশে জনপ্রিয়। এবার সেই ঐতিহ্যের পাশে নতুন মাত্রা যোগ করতে চলেছেন নদিয়ার শান্তিপুর চৌগাছা পাড়ার বাসিন্দা মৃৎশিল্পী সুমিত পাল। তাঁর হাতে তৈরি মাত্র ১০ ইঞ্চি উচ্চতার এক দুর্গা প্রতিমা পাড়ি দিতে চলেছে ইংল্যান্ডে।

সুমিত ছোটবেলা থেকেই প্রতিমা তৈরির কাজ শিখেছেন তাঁর বাবা, দাদুর কাছ থেকে। একইসঙ্গে তিনি একজন অঙ্কন শিল্পীও। এই প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন প্রায় একমাস আগে, এবং পুরো কাজ শেষ হতে এখনো এক মাসেরও বেশি সময় লাগবে। প্রতিমা তৈরি হচ্ছে গঙ্গা মাটি দিয়ে, যদিও এই দুর্গার সঙ্গে থাকছে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। তবু ছোট আকারের প্রতিমার প্রতি আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন সুমিত।

আরও পড়ুন-কেন শুভাংশুরা প্রশান্ত মহাসাগরে নামলেন? আশ্চর্য হয়ে যাবেন প্রকৃত কারণ জানলে…

আরও পড়ুন-সত্যজিত্‍ রায়ের পৈতৃক বাড়ি ভাঙছে ইউনূস সরকার! মমতা সরব হতেই বাংলাদেশকে কড়া বার্তা কেন্দ্রের…

এর আগেও তাঁর তৈরি দুর্গা মূর্তি গিয়েছে মেক্সিকোতে। এবারে পাড়ি দিতে চলেছে ইংল্যান্ডে। এই দুর্গা মূর্তিকে “মহিষমর্দিনী ” বলা হয়ে থাকে। সুমিত জানান, শুধু দুর্গা নয়, বারোমাস তিনি শিব, লক্ষ্মী, গণেশ, কার্তিক সহ ছোট মাটির মূর্তি তৈরি করেন। পাশাপাশি আঁকা শেখানোর কাজও করেন, যার সুবাদে তাঁর বিদেশে যোগাযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে এই শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চান তিনি।

সুমিত পাল বলেন, ঠাকুর বানানো ও পেন্টিংই আমরা পেশা। এই ঠাকুর যাবে বিমানে। বাবা-দাদুর কাছ থেকে এ কাজ শিখেছি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *