কিরণ মান্না: ছাব্বিশের বিধানসভার (West Bengal Assembly Election 2026) নির্বাচনের দামামা যেন বেজে গিয়েছে। পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলায় কোন দল কত আসনে জিতবে? এই নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর হিসেব! শুরু হয়ে গিয়েছে শাসক-বিরোধী, দুই শিবিরেই জোর তরজা।
‘নন্দীগ্রামের জেলা’ পূর্ব মেদিনীপুর
ভোট মানচিত্রে ((West Bengal Assembly Election 2026) বরাবরই লাইমলাইটে থাকে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)। কারণ পূর্ব মেদিনীপুর হচ্ছে ‘নন্দীগ্রামের জেলা (Nandigram)।’ সেই পূর্ব মেদিনীপুর জেলায় কোন দল কত আসন পাবে? তা নিয়ে যুযুধান তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) মধ্যে জোর তরজা শুরু হয়ে গিয়েছে। দুই দলেরই রাজ্যস্তরের কড়া নজর রয়েছে এই জেলার ফলাফলের দিকে। শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত এই জেলা, জোড়াফুল ও পদ্মফুল- দুই শিবিরেরই আতস কাঁচের নীচে রয়েছে। তাই এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
তৃণমূলের টার্গেট
কদিন আগেই কাঁথিতে একুশে জুলাইয়ের সমর্থনে সভা করতে এসেছিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি ছাব্বিশের বিধানসভার জন্য এই জেলায় মোট ১৬টি আসনের মধ্যে ১৪টি আসনের টার্গেট দিয়ে গিয়েছেন জেলা নেতৃত্বকে। তিনি ঘোষণা করেছেন সামনের বিধানসভা ভোটের পর, এই রাজ্যে মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু বিরোধী দলনেতা থাকবেন না।
বিজেপির পাখির চোখ
ওদিকে বিজেপির অন্যতম রাজ্য নেতা শুভেন্দু অধিকারী। তিনি পূর্ব মেদিনীপুরকে হাতের তালুর মত চেনেন। গত লোকসভা নির্বাচনে এই জেলার তমলুক ও কাঁথি দুটি আসনই জেতার অন্যতম কান্ডারী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পূর্ব মেদিনীপুর যে শুভেন্দুর গড়, তা বহুবার প্রমাণ করেছেন তিনি। তাই সামনের বিধানসভায় এই জেলার ১৬টি আসনের মধ্যে,১৬টিতেই জিতে নরেন্দ্র মোদীকে উপহার দিতে চান শুভেন্দু অধিকারী।
একুশের হিসেব
আসন নিয়ে রাজ্যস্তরের চাপানউতরের প্রভাব পড়েছে উভয় দলের জেলাস্তরেও। তাই এখন থেকেই, দুই দলের জেলা নেতৃত্বের ভাবখানা এমন, ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী।’ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা তরুণ জানা থেকে জেলা বিজেপি সভাপতি সোমনাথ রায়ের কথাতে মিলেছে সেই যুদ্ধেরই ইঙ্গিত। গত একুশের বিধানসভা ভোটের আগে, তৃণমূল দাবি করেছিল, এই জেলার ১৬টি আসনের সবগুলো জেতার। উলটোদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন,অবিভক্ত মেদিনীপুর জেলার ৩৫টি আসনেই পদ্ম শিবিরকে জেতানোর। তৃণমূল বা বিজেপি কোনও পক্ষেরই ভবিষ্যদ্বাণী মেলেনি। এবার সামনে ছাব্বিশের লড়াই। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুই শিবিরের কাদের দাবি মিলবে? আর কাদের মিলল না? সেই উত্তর দেবে সময়ই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)