অয়ন ঘোষাল: গভীর নিম্নচাপের মূল অংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে ঝাড়খন্ডে প্রবেশ করে শক্তি হারিয়েছে। এটি এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ রূপে উত্তর ঝাড়খন্ড ও দক্ষিণ বিহার এ অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ড পেরিয়ে দক্ষিণ বিহার হয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। নিম্নচাপের শেষের দিকের অংশ বা লেজ এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর আছে। সকাল সাড়ে ৯ টা নাগাদ প্রথমে পশ্চিমাঞ্চলের জেলা এবং দুপুরের পর ঝাড়খন্ড যাবে। তারপর একই রুট ধরে বিহার গিয়ে সম্পূর্ণ বিলীন হবে। গভীর নিম্নচাপের লেজের প্রভাবে কলকাতা এবং তার লাগোয়া মোট ৫ টি জেলায় আরো ঘণ্টা দুয়েক বৃষ্টি চলবে। তারপর বৃষ্টি অনেকটাই কমে যাবে।
বুধভার ভোরে দেড় ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টি কলকাতায়। দক্ষিণ কলকাতা ও শহরতলী এলাকায় বেশি বৃষ্টি। উত্তর কলকাতা এবং উত্তর শহরতলী এলাকায় বৃষ্টি ২৫ মিলিমিটার। সকাল ৪ টে ৫৫ থেকে ৬ টা ১৫ পর্যন্ত প্রবল বৃষ্টি শহরের একাংশে। কলকাতার ৮৫ শতাংশ এলাকায় বৃষ্টি হয়েছে। উত্তর শহরতলী এলাকার কিছু অংশে তেমন উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি।
দুপুরের পর এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সম্পূর্ণ রূপে সরে গেলেই বৃষ্টির পরিমাণও লক্ষ্যনীয় ভাবে কমবে। আজ দুপুর পর্যন্ত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া পুরুলিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে।
কাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার কিছু কিছু এলাকায় আংশিকভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
শুক্রবার থেকে রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ আরো কমবে।
সোমবার ২১ জুলাই শহীদ দিবসে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এবং আজ বুধবার দুপুরের পর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে।
আরও পড়ুন-ফাঁ*সি আপাতত স্থগিত! কেরালার নার্স নিমিশার প্রাণ বাঁচাতে ইয়েমেনে বৈঠকে ভারতের এই মুফতি
আরও পড়ুন-ইউনূসের বাংলাদেশে ভাঙা হচ্ছে উপেন্দ্রকিশোরের ভিটে! ক্ষুদ্ধ মমতা…
উত্তরবঙ্গ
বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলায় চলবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতে।
বৃহস্পতি এবং শুক্রবার ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
শনিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। শনিবার থেকে সোমবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলার বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে এই পাঁচ জেলার ভারী বৃষ্টি বেশ কিছু এলাকায় হবে শনি রবি ও সোমবারে।। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
কিছুটা উলটপুরান আবহাওয়ায়। প্রতি বছরের রুটিন ভেঙে এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি এবং দক্ষিণবঙ্গে সামান্য বেশি বৃষ্টিপাত হয়েছে চলতি বর্ষার মরশুমে। এখন পর্যন্ত দক্ষিণবঙ্গে ৩৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৩৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে। ভোরের প্রবল বর্ষণে আলিপুর এবং নিউ আলিপুর এলাকায় বেশ কিছু রাস্তা জলমগ্ন। ভালো ভিজ্যুয়াল যাচ্ছে প্রভাত। পাচ্ছো?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)