‘ওরা জানে না, বাংলা ভাষায় কথা বলার মানুষের সংখ্যা এশিয়ার দ্বিতীয়’! CM Mamata Banerjee attacks Centre again for discrimination against Bengali


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ওরা জানে না, বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ার দ্বিতীয়। আর সারা পৃথিবীতে পঞ্চম’। ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থায় ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্য়মন্ত্রী। তাঁর সাফ কথা, ‘আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হয়, তাঁরা দক্ষ মজদুর। তাঁরা না থাকলে, তাঁদের কাজ হবে না বলে নিয়ে যায়। দয়া করে নয়। আমাদের এখানে দেড় কোটি বাইরে রাজ্যের লোক কাজ করে। আমরা খুশি, তাঁরা কাজ করে’।

আরও পড়ুন:  TMC: বাঙালি হেনস্থায় কেন্দ্রকে প্রশ্ন হাইকোর্টের! ‘জনতার আদালতেও…’, বার্তা তৃণমূলের..

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মানুষে ভেদাভেদ করি না। সব ভাষাতে সম্মান করি। কিন্তু ভাবতে পারেন, আজকে একটি নোটিফিকেশন করে বলছে, বাংলার ভাষায় কথা বললেই তাঁদের ডিপোর্ট করে দাও। ভারতে যে যেখানে খুশি যেতে পারে। সে ভারতের নাগরিক। যাঁদের পাচ্ছে, বাংলা কথা বললেই বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা! কোথা থেকে এল রোহিঙ্গা! রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলাটা জানল কোথা থেকে। যাঁরা বলছেন, তাঁরা বুঝবেন না’! বাংলাদেশের শেষ চ্যাপ্টার ১৯৭১ সালের মার্চ।  যখন ইন্দিরা-মুজিব চুক্তি হয়েছিল, উদ্বাস্তু হয়ে এসেছিল’।

গোটা দেশ জুড়ে এখন ‘বাংলাদেশি’ খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই অজুহাতেই টার্গেট ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা। ওড়িশাই হোক কিংবা দিল্লি বিজেপিশাসিত রাজ্য়গুলি বাংলা বললেই অত্যাচারিত হতে হচ্ছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শেষ চ্যাপ্টার ১৯৭১ সালের মার্চ।  যখন ইন্দিরা-মুজিব চুক্তি হয়েছিল, উদ্বাস্তু হয়ে এসেছিল। সবকিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল, তাঁরা তো ভারতের নাগরিক। এখন আসতে পারে না। আমাদের অতিথি কয়েকজনকে তো রেখেছে ভারত সরকার, আমি কি না বলেছি! কারণ, রাজনৈতিক কারণ আছে। ভারত সরকারে অন্যন্য কারণ আছে। পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে’।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমরা তো বলি না, আপনারা কেন বলবেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল। যাঁরা বাংলাদেশি আগে জন্মেছিল, তখন অবিভক্ত ভারত দেশ ছিল। তাঁদের অভ্যাসটা রয়ে গিয়েছে কথা বলার। তাঁরা বাংলাদেশি নয়, ভারতের নাগরিক’। সঙ্গে কটাক্ষ, ‘রাজনীতি করতে হলে প্রথমে আপনার মনটা ঠিক করতে হবে। রাজনীতির লোকেরাই সরকার চালায়। রাজনীতি সঠিক না হলে ভালো সরকার চালানো যায় না। মাথাটাকে ব্যবহার করতে হয়। মগজ মরুভূমি হলে হয় না’।  

আরও পড়ুন:  Tolly actress: অভিনেত্রীকে ‘কটুক্তি, হেনস্থা’! মদ্যপদের মারধর অভিযোগ পাল্টা অভিযোগ পুলিসে…

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *