‘বাজারদরের থেকেও কম দামে ফ্ল্যাট’, নিউটাউনে সরকারি আবাসন ‘সৃজন্ন’ আর ‘নিজন্ন’… CM Mamata Baneree Inaugurates two housing projects in Newtown


জি ২৪ গণ্টা ডিজিটাল ব্য়ুরো: নিউটাউনেও এবার সরকারি আবাসন। অর্থনৈতিকভাবে অনগ্রসর ও স্বল্পবিত্ত নাগরিক লটারির মাধ্যমে ফ্ল্যাট বিলি করবে রাজ্য সরকারই। মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘জমি কিন্তু সরকার দিয়েছে। জমির দাম নেওয়া হয়নি। এছাড়াও ভর্তুকি দিয়ে বাজারের থাকে অনেক কম দামে ফ্ল্যাট পাবেন’।

আরও পড়ুন:  Mamata Banerjee: ‘ওরা জানে না, বাংলা ভাষায় কথা বলার মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয়’!

‘নিজন্ন’ আর  ‘সৃজন্ন’। আজ, বৃহস্পতিবার নিউটাউনে দুটি আবাসন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মোট ৭ একর জমিতে ২৯০ কোটি টাকা খরচ করে এগুলি তৈরি হয়েছে। ১২১০ ফ্ল্যাট আছে। অনেক মানুষকে মাথার খোঁজার ঠাঁই দিতে পারব। যেটা ইকোনমিক্য়াল ইউকার সেকশন ক্যাটেগরিতে তৈরি হয়েছে ১৫ তলা। আমি তার নাম দিয়েছি নিজন্ন। ওটা নিজের হয়ে যাবে। নবান্নের সঙ্গে মিলিয়ে। আর লোয়ার ইনকাম গ্রুপ ফ্ল্যাট ১৬ তলা। তার নাম রেখেছি সৃজন্ন। ৭২০ ফ্ল্যাট আছে’।

আরও পড়ুন: TMC: বাঙালি হেনস্থায় কেন্দ্রকে প্রশ্ন হাইকোর্টের! ‘জনতার আদালতেও…’, বার্তা তৃণমূলের..

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ‘আমরা ভারতে এক নম্বর ছিলাম। একশো দিনের কাজে, গ্রামীণ আবাস যোজনায়, এবং গ্রামের রাস্তা কর্মসূচিতে। কিন্তু  গত চার পাঁচ ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এক পয়সাও দেয় না’। বিরোধীদের কটাক্ষ, ‘হাজারটা ভালো কাজ করলেও সুনাম করে না। আশাও করি না। হাজারটার মধ্যে চুনোপুটির মতো বাছবে। না হলেও AI দিয়ে আর্টিফিশিয়াল করবে। মিমি বানাবে। বানিয়ে গালাগাল করবে’।

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *