মনোরঞ্জন মিশ্র: অযোধ্যা পাহাড়ের (Ayodhya Hill) কোলে অবস্থিত রাস্তাগুলির (Roads Broken) অবস্থা বেহাল। পাহাড়ি পথগুলিতে টানা বর্ষণে একাধিক রাস্তায় নেমেছে ধস, কোথাও জরাজীর্ণ রাস্তায় জমেছে জল।
রাস্তা-কথা
হাঁটাও দায়
কোথায় কোথায় এমন ছবি? পুরুলিয়ার আড়শা ব্লকের রুগরি, তিলাইট্যাঁড় গোয়ালিকচার মতো জায়গাগুলির রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়াও ক্রমশ কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
পর্যটনে বাধা?
অযোধ্যা পাহাড়-লাগোয়া এই সমস্ত পথ দিয়েই পর্যটক থেকে শুরু করে আড়শা এলাকার বাসিন্দারা যাতায়াত করেন। এই সব পথ ধরেই তাঁরা পাহাড়ের উপর সীতারামপুর এবং অযোধ্যা হিল টপে যাতায়াত করেন। রাস্তার অবস্থা এমনই জরাজীর্ণ যে, চারচাকার যানবাহন যেতে পারে না। ফসত, অ্যাম্বুল্যান্সও পৌঁছতে পারে না বলে অভিযোগ। এর উপর একাধিক জায়গায় ওই সমস্ত রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ছে গাড়িগুলি।
বর্ষার কবলে
গত কয়েকদিনে ভারী বর্ষণ শুরু হওয়ার পরেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। একের পর এক রাস্তা ভেঙে গিয়েছে। বর্ষাকাল সবে শুরু হয়েছে। আগামী দিনগুলিতে আরও ভারী বৃষ্টি হলে, রাস্তার অবস্থা আরও খারাপ হবে। এরপর সেই সব ভাঙা রাস্তায় চলা যাবে কি না, তা নিয়েই আশঙ্কায় এলাকার মানুষজনরা। তাই অবিলম্বে এইসব রাস্তা মেরামত করার দাবি জানিয়েছেন তাঁরা।
আশঙ্কায় এলাকাবাসী
এলাকাবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে এখানে রাস্তার অরকম ভগ্নদশা। তাঁদের অভিযোগ, সেগুলি মেরামতির কোনো উদ্যোগই নেয়নি প্রশাসন। এবারে বর্ষার জন্যই রাস্তার এই অবস্থা বলে দাবি পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো-র। পরিস্থিতির দিকে নজর রাখার কথা বলেছেন তিনি। তবে, ঠিক কবে নাগাদ এই সব রাস্তা ঠিক হবে, তা নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলতে পারেননি তিনি– এমনই দাবি সংশ্লিষ্ট মহলের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)