Hasin Jahan: খুনের চেষ্টায় অভিযুক্ত হাসিন জাঁহা, এমনকি শামির মেয়েও! প্রতিবেশীকে নির্মম আক্রমণ, দেখুন সেই ভিডিয়ো…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির (Mohammed Shami) প্রাক্তন স্ত্রী হাসিন জাঁহাকে (Hasin Jahan) নিয়ে নয়া বিতর্ক। এবার খুনের চেষ্টার দায়ে অভিযুক্ত হাসিন জাঁহা। মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী (Mohammed Shami’s Estranged Wife Hasin Jahan) ও তাঁর মেয়ের বিরুদ্ধে খুনের চেষ্টার (Booked For Attempted Murder) অভিযোগে মামলা রুজু হয়েছে। বীরভূমের সিউড়িতে হাসিন জাঁহার বিরুদ্ধে খুনেচ চেষ্টার অভিযোগে ১২৬(২), ১১৫(২), ১১৭(২), ১০৯, ৩৫১(৩) এবং ৩(৫) ধারায় এফআইআর রুজু করেছেন তাঁর প্রতিবেশী ডালিয়া খাতুন।

অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে ওই প্রতিবেশীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন হাসিন জাঁহান ও তাঁর মেয়ে। সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রতিবেশীর দাবি, এমনটা প্রথম নয়। এর আগেও হাসিন জাঁহান বহুভাবে তাঁদের হেনস্থা করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, হাসিন জাঁহা পাড়ার প্রতিবেশী মহিলার সঙ্গে তীব্র তর্ক করছেন। অভিযোগ, হাসিন জাঁহা অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছিলেন। প্রতিবেশী ডালিয়া খাতুন যখন তার বিরোধিতা করেন, তখন কথা কাটাকাটি, তর্ক আরও তীব্র হয়ে ওঠে। বচসা তারপর হাতাহাতিতে গড়ায়। মায়ের সঙ্গে মেয়েও প্রতিবেশীর সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে।

দেখুন সেই ভিডিয়ো-

অভিযোগ, সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের একটি জমি নিয়ে বিতর্ক। সেই বিতর্কিত জমিতে নির্মাণ কাজ শুরু করেছিলেন হাসিন জাঁহা। নির্মাণকাজ বন্ধ করার চেষ্টা করতেই হাসিন জাঁহা ও তাঁর মেয়ে ডালিয়া খাতুনকে নির্মমভাবে আক্রমণ করেন। প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায়ে হাসিন জাঁহা শামির বিরুদ্ধে খোরপোষের মামলা জিতেছেন। আদালত মহম্মদ শামিকে তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাঁহা ও মেয়ের ভরণপোষণের জন্য মাসে ৪ লক্ষ টাকা খোরপোষ দেওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন,  মাঝ-আকাশেই বিকল ইঞ্জিন! পাইলট পাঠালেন ‘PAN-PAN’! ১৯১ জন যাত্রী নিয়ে ইন্ডিগো বিমান…

আরও পড়ুন, ‘মহাকাশ ভ্রমণ অসাধারণ, কিন্তু…’ কাচের দেওয়াল ঘুচে স্ত্রী-ছেলের নিবিড় আলিঙ্গনে! শুভাংশু লিখলেন অজানা কষ্টের কথা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *