অর্ণবাংশু নিয়োগী: বৃহস্পতিবারেও শুনানি হল না পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদনের মামলার। যেহেতু বিচারপতি জয়মাল্য বাগচী এই মামলার সঙ্গে কলকাতা হাইকোর্টে যুক্ত ছিলেন এবং আবেদনকারীর জামিনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রায় দিয়েছিলেন তাই মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি জানান সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী। বিচারপতি জয়মাল্য বাগচি জানান, তিনি এই মামলার শুনানি থেকে সরে যাচ্ছেন।
আরও পড়ুন, Kolkata News: প্রেমিকা অন্তঃস্বত্ত্বা! বিয়ে করতে না চাওয়ায় শ্রীঘরে যুবক…
বিচারপতি সূর্যকান্ত নির্দেশ দেন, নতুন বেঞ্চ গঠন করা হোক যেখানে বিচারপতি জয়মাল্য বাগচী যুক্ত নন। ফলে বৃহস্পতিবারও সুপ্রিম কোর্টে হল না নিষ্পত্তি। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা ঝুলেই রইল। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল সিবিআই। জামিন চেয়ে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে জামিনের আবেদন মঞ্জুর হয়নি। এর পরে প্রাক্তন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে মামলা করেন।
বৃহস্পতিবার মামলার শুনানির শুরুতে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, কলকাতা হাই কোর্টে বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে পার্থ, সুবীরেশদের জামিন মামলার শুনানি হয়েছে। হাই কোর্টে জামিনের আবেদন বিচারপতি খারিজ করে দেন বলেই জানান আইনজীবী। তারপরই সুপ্রিম কোর্টের মামলা থেকে অব্যাহতি চান বিচারপতি।
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)