Tolly actress: অভিনেত্রীকে ‘কটুক্তি, হেনস্থা’! মদ্যপদের মারধর অভিযোগ পাল্টা অভিযোগ পুলিসে…


পিয়ালি মিত্র: যাদবপুরে শর্টফিল্ম অভিনেত্রীকে কটুক্তি, হেনস্থা। গাড়িতে থাকা দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ। যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিনেত্রী। তার অভিযোগ, বুধবার রাত সাড়ে তিনটা নাগাদ যাদবপুর কৃষ্ণা গ্লাসের সামনে তার বন্ধুদের সঙ্গে চা খাচ্ছিলেন। তখন দুজন যুবক মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে আসে এবং তাদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। প্রতিবাদ করার তাকে মারধর করা হয়।

আরও পড়ুন, Partha Chatterjee: পার্থর মামলা থেকে সরলেন বিচারপতি জয়মাল্য বাগচী, জামিন মামলা শুনবে সুপ্রিম কোর্টের অন্য বেঞ্চ…

অন্যদিকে অভিযুক্তদের অভিযোগ তাদের দুজনকে অভিনেত্রীর বন্ধু মারধর করেছে। তাদেরও লিখিত অভিযোগ যাদবপুর থানায় দায়ের করা হচ্ছে। অভিনেত্রী জানিয়েছেন, রাত তখন দুটো-আড়াইটে। সিরিয়ালের শুটিং সেরে বাড়ির পথে এগোচ্ছিলেন তিনি। তবে ক্লান্তি কাটাতে রোজকার মতো বাপুজি নগরের এক ক্যাফেতে ঢোকেন। অভিনেত্রী বাঘাযতীনের বাসিন্দা। তাঁর সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধুও। তখনই গড়িয়াগামী এক গাড়ি এসে আচমকাই থমকে যায় ওই ক্যাফের সামনে। 

জানা যায়, গাড়িতে ছিল তিনজন। কটূক্তি করতে থাকে। প্রতিবাদ করলে তারা গাড়ি ঘুরিয়ে আসে। প্রথমে গাড়ির ভিতর থেকেই কটূক্তি, গালিগালাজ করে অকথ্য ভাষায়। এরপর ২ জন বেরিয়ে আসে বাইরে। ১ জন গাড়িতেই ছিল। অভিনেত্রীর বন্ধুরা ওদের আটকাতে যায়। তখন বন্ধুদের মারধর করে, ধাক্কাধাক্কি করে। এরপর অভিনেত্রী এগিয়ে যায় ওদের থামাতে। তাকেও ঘুষি মেরেছে বলে অভিযোগ। ধরে টানাটানি করেছে। শুধু তাই নয়, অভিনেত্রীকে অ্যাসিড ছোড়া, কিডন্যাপ করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন, Kolkata News: প্রেমিকা অন্তঃস্বত্ত্বা! বিয়ে করতে না চাওয়ায় শ্রীঘরে যুবক…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *