ই গোপী: ঝাড়গ্রামে হাতি মৃত্যুতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়ল রেল। বৃহস্পতিবার গভীর রাতে (রাত্রি ১২টা ৪০ মিনিট নাগাদ) ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জের বাঁশতলা এলাকায় লাইন পারাপারের সময় বারবিল জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ৩টি হাতির। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা।
এই ঘটনাতেই এবার দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রার নির্দেশে বিশেষ তদন্ত কমিটি গড়া হল খড়্গপুর ডিভিশনের তরফে। খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার বলেন, ‘জিএম-এর নির্দেশে এই ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গড়া হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে, কোথাও কোনও গাফিলতি ছিল কিনা।’ উল্লেখ্য যে, মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য রেলের গাফিলতের দিকেই আঙুল তুলেছেন বনদফতরের আধিকারিকরা। তাদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাঁশতলার দিক থেকে প্রায় ১০টি হাতিকে ‘ড্রাইভ’ করা হচ্ছিল। এই বিষয়ে রেলকে জানানো হয়েছিল।
আগে জানা গিয়েছিল, বনদফতরের সূত্রের খবর, রেলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। বনদফতর সূত্রের বিস্ফোরক অভিযোগ। অভিযোগ গতকাল রাত ১১টার সময় অ্যালার্ট দেওয়া যে সেখানে হাতি রয়েছে মুভমেন্ট করতে পারে। তা সত্বেও ওই রুটে ট্রেন চলে।
ট্রেনের গতিবেগ এতটাই বেশি ছিল যে হাতির দেহাংশ ১০০ মিটার দূরে গিয়ে পড়েছিল। বনদফতর সূত্রের খবর, ঘটনায় যারা যুক্ত সংশ্লিষ্ট রেলের আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। প্রথমে মনে করা হচ্ছিল যে মালগাড়ির ধাক্কাতেই দুর্ঘটনাটি ঘটে। কিন্তু রেলের সিনিয়র পিআরও সূত্রে খবর, ১২০২২ হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেসের ধাক্কাতেই মৃত্যু হয় হাতি ৩টির।
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)