জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ভোট পরবর্তী হিংসা মামলায় এবার জেলে পুলিসই! বিজেপি কর্মী অভিজিত্ সরকার খুনে নারকেলডাঙা থানার তত্কালীন ওসি শুভজিত্ সেন, ইন্সপেক্টর রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিনে আবেদন খারিজ করে দিল আদালত। বিচারপতি মন্তব্য, রক্ষকই যদি ভক্ষক হয়,তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে’! বিড়ম্বনা বাড়ল বিধায়ক পরেশ পাল-সহ তৃণমূলের ২ কাউন্সিলেরও।
নিহত বিজেপি কর্মীর ভাই বলেন বিশ্বজিত্ সরকার বলেন, ‘প্রথম থেকে বলে গিয়েছিলাম। ওসি শুভজিত্ সেন, রত্না সরকার, দীপঙ্কর, খুন করে কী করে প্রমাণ নষ্ট করা যায়.. শুধু অভিজিত্ সরকার নয়, এরা আরও কত খুনকে এভাবে নষ্ট করেছে! প্রমাণ লোপাট করেছে। নারকেলডাঙা থানায় এরা কত খুনের প্রমাণ নষ্ট করেছে। ছাড়া পেয়ে গেল কত খুনের প্রমাণ লোপাট করবে’।
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের অবশ্য দাবি, ‘সিবিআই যখন পারছে না, তখন নিজেদের ব্য়র্থতার গ্নানি স্থানীয় পুলিসদের উপরে চাপিয়ে ফলস ন্যারেটিভ তৈরি করতে চাইছে। এতদিন হয়ে গিয়েছে, অপরাধীটা কে! যদি খুন হয়ে থাকে, তাহলে খুনটা কে করেছে’! বিজেপি নেতা সুকান্ত মজুমদারের মতে, ‘এই বার্তাটা পুলিসের কাছে যাওয়া দরকার, পার্টি কাউকে বাঁচাতে পারবে না। তারা ভারতের সংবিধানের শপথ নিয়েছে। নিরপেক্ষ ভূমিকা পালন করুন। বিজেপির হয়ে কাজ করতে হবে না। তৃণমূলের হয়েও কাজ করবেন না। সংবিধানের হয়ে কাজ করুন। মানুষ সম্মান করবে, না হলে এভাবে জেলে যাবেন’।
সবিস্তারে পড়ুন..