Dilip Ghosh: ‘পার্টি চায় না আমি যাই…’, মোদীর সভায় না যাওয়ার কারণ নিয়ে বিস্ফোরক দিলীপ!


অয়ন ঘোষাল: রাজ্যে মোদীর সফরের দিনই দিল্লি যাত্রা দিলীপের। শুক্রবার দুর্গাপুর নেহরু স্টেডিয়ামে সভা মোদীর। এবারে মোদীর সভায় আমন্ত্রণ পাওয়া নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তিনি সাধারণ কর্মী হিসাবে দুর্গাপুর যাবেন। এমনকী মঞ্চে নয়, বরং কর্মীদের সঙ্গে বসেই প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। এত কথা বলার পরও দিলীপ ঘোষের যাওয়া নিয়ে ধোঁয়াশা ছিল। জানা গিয়েছিল, আচমকা গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় মোদীর সভায় হাজির থাকবেন না দিলীপ ঘোষ। 

আরও পড়ুন:Breaking News LIVE Update: মর্মান্তিক ঝাড়গ্রাম! ট্রেনের ধাক্কায় মৃ*ত ৩ হাতি…

বিমানবন্দরে দিলীপ ঘোষ:

শুক্রবার সকালে দিল্লি যান দিলীপ ঘোষ। দিল্লিতে জরুরি কাজের জন্য যাচ্ছেন তিনি, এমনটাই জানা গিয়েছে। কলকাতা বিমানবন্দরে বিজেপি নেতা বলেন, ‘দিল্লি যাচ্ছি ব্যাস এটুকুই। আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই আমি হ্যাঁ বলেছিলাম।’ দিলীপ ঘোষ আরও বলেন, ‘পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দূর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টির কাজে যাচ্ছি।’

২১ জুলাই প্রসঙ্গ:

অন্যদিকে, ২১ জুলাই খড়গপুর টাউনে গিরি ময়দান রেল স্টেশন চত্বরে পাল্টা সভা হবে দিলীপেরই নেতৃত্বে। বিজেপি’র খুন হওয়া কর্মীদের স্মরণে ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা’ হতে চলেছে এটি। অনুষ্ঠিত হবে ওই দিন বেলা তিনটেয়। 

ইদানীং কালে তাঁর কাছে বারবার প্রশ্ন ছিল– ২১ তারিখে (২১ জুলাইয়ে) তাঁকে কি ধর্মতলার মঞ্চে দেখা যাবে? প্রশ্ন শুনে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবেই। আসুক না ২১ তারিখ। রাজনীতি জল্পনায় চলে। দেখা যাক না, কী হয়। মানুষ কী জানতে চায়, সেটাই আসল। জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়।’ 

আরও পড়ুন:Bengal Weather Update: বৃষ্টির বিরতি! বাড়বে তাপমাত্রা, চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তিতে নাজেহাল হবে বাংলা…

প্রশ্ন উঠছিল, ২১ তারিখের পর আর এই প্রশ্ন তাঁকে করতে হবে না? উত্তরে দিলীপ খুব তাৎপর্যপূর্ণ ভাবেই বলেছিলেন– ২১ জুলাইয়ের পর আর কোনো প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। বোঝাই যাচ্ছে, মন্দ কিছু বলেননি!

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *