জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা বললেই ‘বাংলাদেশি’? এই যে ভোট প্রচারে ‘পর্যটকে’র মতো প্রধানমন্ত্রী মোদী (PM Modi) দুর্গাপুরে আসছেন! সভায় যদি উনি বাংলা বলেন, তাহলে উনিও কি ‘বাংলাদেশি’? ওনাকেও কি ‘বাংলাদেশি’ বলা হবে? দুর্গাপুরে মোদীর (Ndarendra Modi) জনসভার দিনই বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্থার (Bengali harassment) ঘটনাকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ তৃণমূলের (TMC)।
তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে এদিন এক্স-হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রধামন্ত্রীর কাছে ৫টি প্রশ্নের জবাব চাওয়া হয়েছে। প্রশ্নগুলি হল- ১)বাংলা বলা কি অপরাধ? ২)বাংলা বলা অপরাধ হলে, বাংলায় লেখা জাতীয় সংগীত ও সেই জাতীয় সংগীত গাওয়াও কি অপরাধ? ৩)যদি সেটা না হয়, তাহলে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলার অপরাধে বাংলাভাষী মানুষদের আটক করে হেনস্থা করা হচ্ছে কেন? ৪)সংবিধানের কোন আইনে ভাষার ভিত্তিতে বিজেপি শাসিত রাজ্য সরকারগুলি মানুষকে হেনস্থা করছে? ৫) বিজেপি কি সত্যিই বিশ্বাস করে এভাবে বাংলার মানুষের রায় পাবে, বাংলায় ক্ষমতা দখল করা সম্ভব?
The helicopter-giri has resumed, with PRadhan Mantri @narendramodi scheduled to hold a rally in Durgapur today. We hope he makes good use of the opportunity to answer a few straightforward questions:
Is speaking Bangla a crime
If yes, does that make him a criminal too for…— All India Trinamool Congress (@AITCofficial) July 18, 2025
পাশাপাশি রাজ্য সরকারের মন্ত্রী শশী পাঁজাও সাংবাদিক বৈঠকে তুলোধনা করেন বিজেপি তথা মোদীকে। শশী পাঁজা তোপ দাগেন, “বাংলায় কথা বলা মানেই বাংলাদেশি বলে মনে করেছে ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলি। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা না করেই বাঙালিদের পুশব্যাক করা হচ্ছে। কিন্তু কেন? আসাম, গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বাঙালি পরিযায়ী শ্রমিকদের দোষ কোথায়? কেন তাঁদের হেনস্থা করা হচ্ছে? এসব নিয়ে প্রধানমন্ত্রী কিন্তু নীরব!” কটাক্ষ করেন, “২০২৬-এ বাংলায় বিধানসভা নির্বাচন। আপনি পর্যটক। তাই আপনি ভোটের প্রচার করতে এসেছেন!”
একইসঙ্গে তৃণমূল নেতা সুদীপ রাহা কটাক্ষ করেছেন, “মোদিজি দুর্গাপুরে এসে টেলিপ্রম্পটার দেখে বাংলায় কথা বলার চেষ্টা করবেন। রবীন্দ্রনাথ আওড়ানোর চেষ্টা করবেন। ওনাকে তাহলে বাংলাদেশি বলা হবে তো?” পাশাপাশি তিনি জানিয়েছেন, মোদী আসার আগেই পাণ্ডবেশ্বরে বিজেপির মন্ডল যুব সভাপতি-সহ ২০০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)