এ কেমন মা! পার্স থেকে কেন নিয়েছিস ১০ টাকা? দুই খুদে সন্তানকে খুন্তির ছ্যাঁকা…| Why did you take 10 rupees from the purse mother burnt Two minor children with a hot spatula


নকিব উদ্দিন গাজী: এ কেমন মা! মায়ের ব্যাগ থেকে সামান্য ১০ টাকা চুরি করার চরম শাস্তি পেল ৫ বছরে শিশুকন্যা ও ৯ বছরের নাবালক পুত্র সন্তান। গায়ে গরম খুন্তির ছ্যাঁকা! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর কোস্টাল থানার অন্তর্গত গঙ্গাসাগরের নটেন্দ্রপুর গ্রামে। 

আরও পড়ুন:Canning Crime: কাঁচি নিয়ে শ্বশুরকে কো*পা*ল বউমা! নৃশংস খু*নের পিছনে কারণ কী? ব্যাপক চাঞ্চল্য…

প্রতিবেশীদের অভিযোগ, বাবা শিব শংকর সিট মাছ ধরতে নদীতে গিয়েছে।  দুই সন্তান নিয়ে মা থাকেন নিজের বাড়িতে। বছর নয়ের নাবালক পুত্র সন্তান অভিজিত্‍ শিট মা হৈমন্তীর ব্যাগ থেকে ১০ টাকা নিয়ে স্কুল চলে যায়। স্কুল থেকে ফেরার পরে মা হৈমন্তী শীট প্রথমত ঘরের দরজা বন্ধ করেন, পরে গ্যাস ওভেনে খুন্তি গরম করে নিজের নাবালক ছেলে ও নাবালিকা মেয়ের দেহে একের পর এক ছ্যাঁকা দিয়ে শরীরের একাধিক জায়গা পুড়িয়ে ঘরের মধ্যে তালা বন্দি করে রেখে দেন। 

প্রতিবেশীরাই নাবালক অভিজিৎ শিট ও বছর পাঁচেকের নাবালিকা কন্যা মিষ্টিকে তারই ঘরের মধ্যে থেকেই উদ্ধার করে। খবর ছড়িয়ে পড়তেই রীতিমত ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয়রাই খবর দেন সাগর কোস্টাল থানায়, খবর পেয়ে সাগর কোস্টাল থানার পুলিস  ঘটনাস্থলে পৌঁছে, মা হৈমন্তী-সহ দুই সন্তানকে নিয়ে যায়। পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছেন।

আরও পড়ুন:Bengal Weather Update: নিম্নচাপের চোখরাঙানি! দুপুরের পরই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ভাসবে এই এই জেলা…

উল্লেখ্য, কিছুদিন আগেই উত্তরপ্রদেশে নারকীয় ঘটনা সামনে আসে। সেখানে এক মা তার পাঁচ বছরের মেয়েকে খুন করে। তারপর সঙ্গে বসে মাদক নেয়। শেষে খুন করা মেয়ের নিথর প্রাণহীন দেহের পাশে বসেই প্রেমিকের সঙ্গে যৌনতায় মাতে। সঙ্গমে লিপ্ত হয়। তারপর রাতের খাবার খেয়ে-দেয়ে রাতভর ঘুমোয় মেয়ের দেহের পাশেই।

হাড়হিম ঘটনায় পুলিস গ্রেফতার করে অভিযুক্ত মা রোশনি ও তার প্রেমিক উদিতকে। পুলিসি জেরায় তারা নিজেদের অপরাধের কথা স্বীকার করে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *