কাঁচি নিয়ে শ্বশুরকে কো*পা*ল বউমা! নৃশংস খু*নের পিছনে কারণ কী? ব্যাপক চাঞ্চল্য…| Daughter in law attacks father in law with scissors brutal murder in canning


প্রসেনজিত্‍ সর্দার: পুত্রবধূর হাতে খুন খোদ শ্বশুর। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের রাজাপুর গ্রামে। মৃতের নাম স্বপন সরদার(৫৪)। শনিবার মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

আরও পড়ুন:Bengal Weather Update: নিম্নচাপের চোখরাঙানি! দুপুরের পরই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ভাসবে এই এই জেলা…

পাশাপাশি অভিযুক্ত পুত্রবধূ মৌসুমী সরদার ও তার স্বামী প্রদীপ সরদারকে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করেছে ক্যানিং থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালদি রাজাপুর গ্রামের দম্পতি স্বপন ও কল্পনা সরদার। দম্পতির ছেলে প্রদীপ সরদার। প্রদীপের স্ত্রী মৌসুমী বাড়িতে টেলারিং এর কাজ করেন। দম্পতি প্রদীপ ও মৌসুমীর মধ্যে বিবাদ হয়। সেই সময় কাঁচি নিয়ে স্বামীকে মারতে উদ্যত হয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে বাবা।

মুহূর্তে কাঁচি নিয়ে শ্বশুরকে আক্রমণ করে পেটের মধ্যে ঢুকিয়ে দেয় পুত্রবধূ মৌসুমী। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকে। পরিবারের অন্যান্যরা স্বপনকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এলাকায় নেমে আসে শোকের ছায়া। এমন খুন প্রসঙ্গে খুনি বউমার শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন:Breaking News LIVE Update: ইঞ্জিকেশন দেওয়ার পরই শ্বাসকষ্ট! বালুরঘাটে প্রসূতি বিভাগে গুরুতর অসুস্থ ১০-১২…

প্রসঙ্গত, কিছুদিন আগে আরেক বউমার হাতে শ্বশুরের ভয়ংকর পরিণতির খবর সামনে আসে। বউমার বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় খুন হতে হয় শ্বশুরকে। নের পর প্রমান লোপাট করতে মৃতদেহ মাটিতে পুঁতে দেওয়ায় হয় বলে অভিযোগ। মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে পুলিস। মৃত ব্যক্তির নাম তামাল বাগদি। ঘটনাটি ঘটে বীরভূমের মল্লারপুর থানার রাতমা গ্রামে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *