কিয়ারা-সিদ্ধার্থের মেয়েকে দেখতে হাজির সলমান! সদ্যোজাতর ছবি প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৫ জুলাই বাবা- মা হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ (Sidharth Malhotra) ও কিয়ারা (Kiara Advani)। মুম্বইয়ের হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা আদবানী। কন্যাসন্তানের জন্মের পরের দিন ইনস্টাগ্রামে তাঁর জন্মের ঘোষণা করেন সিদ্ধার্থ ও কিয়ারা। 

আরও পড়ুন-  Shah Rukh Khan Injured on King Set: শ্যুটিঙে মারাত্মক চোট! ১ মাস শয্যাশায়ী শাহরুখ, চিকিত্‍সা করতে দেশ ছাড়লেন ‘কিং’…

কিয়ারা সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পান এবং নিজের কন্যাকে ঘরে নিয়ে যাওয়ার সময় ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখেন। এরই মধ্যে, সদ্য মা-বাবা হওয়া কিয়ারা ও সিদ্ধার্থ এবং সুপারস্টার সলমান খানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে, কিয়ারা আদবানী কোলে একটি সুন্দর শিশু নিয়ে দাঁড়িয়ে আছেন, পাশে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং সলমান খান। এই সেলফি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাহলে কী সলমানের সঙ্গেই প্রকাশ্যে আনলেন ছবি।

তবে ভাইরাল হওয়া ছবিটি আসলে ভুয়ো। সেলফিটিকে এডিট করে এমনভাবে তৈরি করা হয়েছে, যেন তিন অভিনেতা একটি কন্যাশিশুকে কোলে নিয়ে পোজ দিয়েছেন। ছবির শিশুটি আদতে সিদ্ধার্থ ও কিয়ারার মেয়ে নয়। এমনকি ছবিতে দেখা যাওয়া তিন অভিনেতার মুখও অন্য একটি ব্যাকগ্রাউন্ডে বসানো হয়েছে, যাতে ছবিটি কোনও নার্সারিতে তোলা বলে মনে হয়।

আরও পড়ুন- Birbhum Shocker: ‘আমাকে ফাঁসিয়েছে, আমার মৃত্যুর পিছনে শুধু…’, চরম পদক্ষেপ যুবকের! কাঠগড়ায় ওসি…

শিশুকন্যার জন্মের পর কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা ভক্ত এবং মিডিয়াকে তাঁদের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। শুক্রবার এক যৌথ বিবৃতিতে তাঁরা জানান, আগামী কয়েক মাস যেন তাঁদের নবজাতকের কোনও ছবি তোলা না হয়। তাঁদের বিবৃতিতে লেখা ছিল, “আমরা এত ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ; আমাদের হৃদয় সত্যিই পরিপূর্ণ। পিতামাতার এই নতুন যাত্রায় আমাদের প্রথম পদক্ষেপগুলিকে আমরা পরিবার হিসেবে ঘনিষ্ঠভাবে উপভোগ করতে চাই। এই বিশেষ সময়টা যদি ব্যক্তিগতই থেকে যায়, তাহলে আমাদের খুব ভালো লাগবে।” এছাড়াও, কিয়ারা ও সিদ্ধার্থ প্যাস্টেল গোলাপি রঙের মিষ্টির বাক্স পাঠিয়েছেন পাপারাজ্জিদের কাছে এবং তাঁদের প্রাইভেসি রক্ষার অনুরোধ করেছেন। এখনও অবধি সন্তানের নামও প্রকাশ্যে আনেনি সিদ্ধার্থ কিয়ারা। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *