Actor Death: বারংবার অনুরোধ করেও পাননি সাহায্য! বিনা চিকিত্‍সাতেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের দুঃসংবাদ বিনোদন জগতে। শুক্রবার রাতে প্রয়াত অভিনেতা ভেঙ্কট রাজ। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার জটিলতায় ভুগছিলেন অভিনেতা। হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতার প্রকৃত নাম ভেঙ্কট রাজ (Venkat Raj ) হলেও চলচ্চিত্রপ্রেমীরা তাঁকে ‘ফিশ ভেঙ্কট’ নামেই চিনতেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তাঁর স্ত্রী ও তিন সন্তান বর্তমান। 

আরও পড়ুন- TV Actress: নাসিরুদ্দিন শাহের সহ-অভিনেত্রী সুমি এখন কোথায়? মেয়ের খোঁজে…

অনেক দিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। কয়েক সপ্তাহ আগে ফিশ ভেঙ্কটের শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। এ জন্য প্রয়োজন হয় প্রায় ৫০ লাখ । ভেঙ্কটের মেয়ে শ্রাবন্তী এক ভিডিও বার্তায় জনসাধারণের কাছে আর্থিক সহায়তার আবেদন জানান। তিনি বলেন, ‘ড্যাডি একদম ভালো নেই। খুবই সিরিয়াস অবস্থায় আইসিইউতে আছেন। কিডনি ট্রান্সপ্ল্যান্ট জরুরি। প্রায় ৫০ লাখ টাকা লাগবে।’জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় যথাযথ চিকিৎসা পাননি একসময়ের ব্যস্ত এ অভিনেতা। বরং চিকিৎসার আর্থিক সহায়তার নামে প্রতারণার শিকার হয়েছে পরিবার। 

অভিনেতার মেয়ে দাবি করেন, জনপ্রিয় তেলুগু অভিনেতা প্রভাসের এক সহকারী ফোন করে জানিয়েছেন, ভেঙ্কটের কিডনি প্রতিস্থাপনের ব্যয় তিনি বহন করবেন। সেই সহকারী অনুরোধ করেছিলেন, প্রতিস্থাপনের দিন যেন জানানো হয়। তবে কয়েক দিন পর ভেঙ্কট পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রভাসের পক্ষ থেকে এমন কোনো সহায়তা তারা পায়নি। বরং প্রতারণার শিকার হয়েছেন। 

আরও পড়ুন- Viral Maha Kumbh Girl Monalisa: শ্যুটিঙে মহাকুম্ভের ভাইরাল গার্ল! মোনালিসাকে একঝলক দেখতে কয়েকশো মানুষের ভিড়, অবরুদ্ধ রাস্তা…

এক সাক্ষাৎকারে ভেঙ্কটের এক আত্মীয় বলেন, ‘এমন কিছু ঘটেনি। কেউ একজন প্রভাস আন্নার সহকারী সেজে ফোন করেছিলেন। পরে জানতে পারি, সেটি ভুয়ো। প্রভাস জানেনই না, এমন কিছু ঘটছে। এখন পর্যন্ত আমরা কারও কাছ থেকে সাহায্য পাইনি, বরং আমরা প্রতারণার শিকার হয়েছি।’

প্রসঙ্গত, ২০০১ সালে, পাওয়ান কল্যাণ অভিনীত ‘খুশি’ সিনেমার একটি ছোট চরিত্র দিয়ে ফিশ ভেঙ্কটের চলচ্চিত্রজীবন শুরু হয়। এরপর  ‘আদি’,‘বান্নি’, ‘ধী’, ‘অধুর্স’, ‘ডিজে টিল্লু’, ‘মা উইন্থা গাধা বিনুমা’সহ বহু তেলেগু ছবিতে তিনি অভিনয় করে দর্শকদের হাসিয়েছেন তিনি। তাঁর কমিক টাইমিং, সংলাপ বলার ধরন ও শরীরী ভাষা দর্শকদের কাছে আলাদা পরিচিতি পায়। খল চরিত্রেও অভিনয় করেছেন এ অভিনেতা। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কফি উইথ আ কিলার’। তেলুগু সিনেমায় কমেডি চরিত্রে ফিশ ভেঙ্কট নিজের একটি ঘরানা তৈরি করেছিলেন। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *