অয়ন ঘোষাল: উত্তরে আজ থেকে ফের ভারী বৃষ্টির স্পেল। দক্ষিণে কোনও কোনও জেলায় সামান্য বাড়বে বৃষ্টি। দক্ষিণে কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
আজ দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে আজ থেকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই মঙ্গলবার পর্যন্ত কয়েক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পরবর্তী দু-তিন দিন। কাল রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে।
নিম্নচাপ:
দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। রয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও।
কলকাতা:
কলকাতায় আজ অস্বাভাবিক আপেক্ষিক আর্দ্রতা। সকালেই আর্দ্রতা ৮৬ শতাংশ। বেলা বাড়লে যা বেড়ে দাঁড়াবে ১০০ শতাংশ। তখনই বৃষ্টির সম্ভবনা।
দক্ষিণবঙ্গ:
আজ শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কাল রবিবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
২১ জুলাই শহীদ দিবস সোমবার থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কমার পূর্বাভাস। বৃষ্টি হলেও খুব হালকা মাঝারি বৃষ্টি আঞ্চলিকভাবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায়। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু এক জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বুধবারের পর বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গ:
উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ উত্তরের বেশিরভাগ জেলার কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে। বুধবার উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং-সহ পার্বত্য এলাকায়।
ভিন্ন রাজ্য:
রাজস্থান কর্ণাটকে প্রবল বৃষ্টি বা এক্সট্রিমলি হেভি রেইন এর আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কর্ণাটক, কেরল, মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে। ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশে। কর্নাটক ও উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)