Birbhum Shocker: ‘আমাকে ফাঁসিয়েছে, আমার মৃত্যুর পিছনে শুধু…’, চরম পদক্ষেপ যুবকের! কাঠগড়ায় ওসি…


প্রসেনজিত্‍ মালাকার: সুইসাইড নোটে থানার ওসির নামে মারধর করার অভিযোগ লিখে আত্মহত্যা করলেন এক যুবক। পুলিসকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে ওই যুবক। ওসির বিরুদ্ধে অভিযোগ  লিখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। মৃতের নাম কিরন মণ্ডল ওরফে শঙ্খ। ঘটনাটি বীরভূমের মল্লারপুরে। 

আরও পড়ুন- Shah Rukh Khan Injured on King Set: শ্যুটিঙে মারাত্মক চোট! ১ মাস শয্যাশায়ী শাহরুখ, চিকিত্‍সা করতে দেশ ছাড়লেন ‘কিং’…

শনিবার সকালে বীরভূমের মল্লারপুর থানার মহুরাপুর গ্রামে তাঁর নিজের বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে খবর । ইতোমধ্যেই সুসাইড নোটটি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে, সেই সুইসাইড নোটে মল্লারপুর থানার ওসি রাজকুমার দাসের নাম উল্লেখ করা রয়েছে। 

সুইসাইড নোটে লেখা রয়েছে, “আমার মৃত্যুর জন্য দায়ী মল্লারথানার বড়বাবু রাজ কুমার দাস। আমাকে ফাঁসানো হয়েছে। পুরোপুরি সাজিয়ে কেস দিয়েছে। উনি অনেকজনকে ফাঁসিয়ে অনেকজনের জীবন নষ্ট করেছে। মল্লারপুর থানার পুলিস বিশেষ করে রাজকুমার দাস যেন শাস্তি পায়। আমার মরার পিছনে কারো হাত নাই। শুধু মল্লারপুর থানার রাজকুমার দাসের জন্য মরছি।”

আরও পড়ুন- Mithun Chakraborty: ‘পুলিসকে বলছি, নিরপেক্ষ থাকুন…’, মোদীর সভা থেকে হুংকার মিঠুনের!

পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে ডাকাতির ঘটনায় মল্লারপুর থানার পুলিসের হাতে গ্রেফতার হয়েছিল সে । প্রায় এক মাস জেল হাজতে ছিলেন শঙ্খ মণ্ডল। গত ১৫ জুলাই তিনি জামিনে মুক্তি পান। আজ সকালে তাঁর মহুরাপুর গ্রামের মাটির বাড়ির দোতলা থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে মল্লারপুর থানার পুলিস। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *