Chandan Mishra murder case: কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রের হত্যায় এবার বাংলা যোগ! নিউটাউন থেকে গ্রেফতার ৫ শুটার…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুরুলিয়ার জেলে বসেই পাটনার ICU তে খুনের ছক? তেমনই বিস্ফোরক তথ্য উঠে আসছে পাটনা পুলিসের সূত্রে। পুরুলিয়ার জেলে বন্দী শেরু ওরফে ওমকার ১০ লক্ষ টাকার সুপারি দেয় চন্দনকে খুন করতে, দাবি সূত্রের। আগে শেরু ও চন্দন এক গ‍্যাং ছিল। একটি ডাকাতির ঘটনায় টাকা ভাগাভাগি নিয়ে দুজনের মধ্যে শত্রুতা হয়। পুরুলিয়ার একটি গোল্ডস্মিথ ডাকাতির ঘটনা গত কয়েক মাস ধরে পুরুলিয়া জেলেবন্দী শেরু। 

আরও পড়ুন, Dilip Ghosh: ‘২১ জুলাই এখনও চলে যায়নি, দেখুন না কী হয়!’, দিল্লি থেকে ফিরেও জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ…

যাদের আটক করা হয়েছে তাদের কাউকে সিসিটিভিতে দেখা যায়নি পারস হসপিটালে সিসিটিভি ফুটেজে। তবে আটক বেক্তিদের সঙ্গে সিসিটিভি তে থাকা ৫ জনের যোগসূত্র মিলেছে। শাপুরজি থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে দুজনর নাম অভিষেক ও সেতু । M ব্লকে ৪০৬ যেই ফ্ল্যাটটি এই দুজন থাকছিল এই আবাসনে সেটি প্রায় মাস ছয়েক আগে ভাড়া নেওয়া হয়। একজন তরুণীও থাকছিলো এই ফ্ল্যাটে যদিও তাকে আটক করা হয়নি তবে তার মোবাইল বাজেয়াপ্ত হয়েছে। পাশেই এম ৭২ এর ২০৬ ফ্ল্যাট থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। অভিষেক বিহার ও সেতু ঝাড়খণ্ডের বাসিন্দা।

আরও পড়ুন, Birbhum Shocker: ‘আমাকে ফাঁসিয়েছে, আমার মৃত্যুর পিছনে শুধু…’, চরম পদক্ষেপ যুবকের! কাঠগড়ায় ওসি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *