Fox in Bardhaman: দিনে রাতে শহরে ঘুরে বেড়াচ্ছে শেয়াল, সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে, লাঠি হাতে না বেরলেই…


পার্থ চৌধুরী: গ্রামীণ এলাকায় নয়, শেয়াল আতঙ্ক  বর্ধমান শহরে। শিয়ালের কামড়ে জখম শিশু সহ বেশ কয়েকজন। বর্ধমান শহরের উপকণ্ঠে ইদিলপুর এলাকায় শুক্রবার শেয়ালের আক্রমণে আহত হয়েছেন এক শিশু সহ বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ইদিলপুর এলাকায় একটি শেয়াল হঠাৎই  একটি বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় ঘরের খেলা করছিল ৭ বছর বয়সী তানিশা রায়। হঠাৎই শেয়াল দেখে সে চিৎকার করলে তার উপর ঝাঁপিয়ে পড়ে শেয়ালটি, শিশুটির মা ছুটে এলে পালিয়ে যায় শেয়ালটি। ঘটনায় জখম হয় শিশুটি। পরে আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়িতে ঢুকে আক্রমণ করে শেয়ালটি। এমনটাই দাবি স্থানীয়দের।

তারা জানান,  দিনে রাতে সবসময় শেয়াল দেখা যাচ্ছে। বাড়ি খোলা পেলেই ঢুকে পড়ছে। লাঠি হাতে নিতে চলাফেরা করতে হচ্ছে। সকলেই ভয় পাচ্ছেন বাইরে যেতে। 

ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। শিশুরা ঘর থেকে বের হতে পারছে না, সব সময় ঘরের দরজা-জানলা বন্ধ করে রাখতে হচ্ছে কারণ এখনও মাঝে মাঝেই ওই এলাকায় দেখা যাচ্ছে শেয়ালটিকে। স্থানীয়দের দাবি, বন দপ্তরের পক্ষ থেকে শেয়ালটিকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক। যত তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন।

আরও পড়ুন-ঘুমিয়ে পড়েছিল চালক! এক্সপ্রেসওয়েতে গাড়িকে তীব্র গতিতে ধাক্কা মারল মিনি ট্রাক, ঘটনাস্থলেই নি*হ*ত ৬

আরও পড়ুন-দেওরের সঙ্গে ঘনিষ্ঠতা! বৌদি-ভাই মিলে স্বামীকে ইলেকট্রিক শক…নৃশংস খু*ন ফাঁস বিস্ফোরক চ্যাটে…

বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার জানান,  ওই এলাকাটি গ্রাম লাগোয়া। শহরে শেয়ালের উৎপাত ভাববার বাইরে। ব্যবস্থা নেওয়া হবে। একসময় বর্ধমান শহরের লাগোয়া নানা এলাকায় শেয়ালের দেখা মিলত। কিন্তু ইদানিংকালে সে ঘটনা খুব কম। তাই ভয়ে রয়েছেন বাসিন্দারা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *