Shah Rukh Khan Injured: শ্যুটিঙে মারাত্মক চোট শাহরুখের! খবর পেয়েই উদ্বিগ্ন মমতা…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বেশ কয়েকদিন ধরেই কিং-এর (King) শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এবার সেই শ্যুটিং সেটেই দুর্ঘটনায় আহত মেগাস্টার। শোনা যাচ্ছে মুম্বইয়ে শ্যুটিংয়ের মাঝে অ্যাকশন সিন করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা। এতটাই আহত হয়েছেন শাহরুখ যে, আগামী এক মাস তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন ডাক্তার। এর জেরেই বন্ধ কিং-এর শ্যুট। 

আরও পড়ুন- Actress Death: দীর্ঘদিন দেখা নেই অভিনেত্রীর! বাড়ির দরজা ভেঙে উদ্ধার পচাগলা দেহ, ময়নাতদন্তে…

শাহরুখের চোটের খবরে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই শাহরুখকে ভাইয়ের মতো ভালোবাসেন মুখ্যমন্ত্রী। তাঁর চোটের খবর পেয়ে এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, “শুটিং চলাকালীন আমার ভাই শাহরুখ খানের পেশির চোট সংক্রান্ত খবর আমাকে উদ্বিগ্ন করছে। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”

চোটের সুনির্দিষ্ট বিবরণ গোপন রাখা হয়েছে, তবে শাহরুখ তাঁর টিমসহ জরুরি চিকিৎসার জন্য আমেরিকা পাড়ি দিয়েছেন। সূত্রের দাবি, শাহরুখের এই চোট খুব গুরুতর কিছু নয়, বরং পেশিতে চোট পেয়েছেন শাহরুখ। ঘনিষ্ঠ সূত্রের দাবি, কিং ছবির পরবর্তী শিডিউল এখন সেপ্টেম্বর বা অক্টোবর থেকে শুরু হবে, কারণ চিকিৎসকরা শাহরুখকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে, তিনি পূর্ণ উদ্যমে সেটে ফিরবেন।

আরও পড়ুন- Shah Rukh Khan Injured on King Set: শ্যুটিঙে মারাত্মক চোট! ১ মাস শয্যাশায়ী শাহরুখ, চিকিত্‍সা করাতে দেশ ছাড়লেন ‘কিং’…

জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো স্টুডিও এবং ওয়াইআরএফ স্টুডিওতে যেসব শুটিংয়ের বুকিং ছিল, সেগুলো আপাতত বাতিল করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত শুটিং হবে না। তবে শাহরুখ বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও এই খবরের কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কিং ছবিতে প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে অভিনয় করবেন শাহরুখ খান। শাহরুখ এবং সুহানা খানের পাশাপাশি এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি এবং জ্যাকি শ্রফ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *