জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে (Mainul Ahsan Noble) আটক করেছে বাংলাদেশের (Bangladesh) পুলিস। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে রাজধানীর কল্যাণপুর (Dhaka Kalyanpur) থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় মিরপুর (Mirpur) মডেল থানা পুলিস। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি সাজ্জাদ রোমান।
কেন গ্রেফতার?
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র মারফত্ জানা যায়, মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল।
উবার চালক জানান, উবার অ্যাপের মাধ্যমে একটি গাড়ি ভাড়া করে গন্তব্যস্থল হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল। সঙ্গে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ (Salsable Mahmood)। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। এভাবে তারা দুজন তর্কে জড়ালে একপর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে ড্রাইভার আকবর হোসেনকে মারধর করেন।
ঘটনা দেখে উৎসুক জনতা জড় হন এবং নোবেল জনতার তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিস। আটক করা হয় নোবেল ও ড্রাইভার দুজনকেই।
পুলিসের বক্তব্য:
এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নোবেলের কুকীর্তি:
এর আগে, গত ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহমুব তাকে জামিনের আদেশ দেন। আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে কোনও আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত। গত ২০ মে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।
নোবেলের জেলজীবন:
গত ২০ মে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করে বাংলাদেশের (Bangladesh) ডেমরা থানা পুলিস। এক তরুণীকে অপহরণ করে ৭ মাস আটকে রাখে নোবেল। দিনের পর দিন ধর্ষণের শিকার হয় সেই তরুণী। নোবেলকে যখন গ্রেফতার করা হয় তখন স্ত্রী সালসাবিল মাহমুদ বলেছিলেন, ওর সঙ্গে কোন মেয়ে যে ৭ মাস থাকতে পারে সেটাই তাঁর বিশ্বাস হয় না।
ছয় বছরের পেশাদার সংগীতজীবনে মাঈনুল আহসান নোবেল যতটা আলোচিত, ঠিক তার চেয়ে যেন বেশি সমালোচিত। একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে আলোচনায় থাকেন জি বাংলার সারেগামাপা দিয়ে পরিচিতি পাওয়া নোবেল। অনেক সম্ভাবনা নিয়ে সংগীতে যাত্রা শুরু হলেও, গানের বাইরের ব্যাক্তিগত ঘটনা তাঁকে পেছনে টেনে ধরে সবসময়। এবার সমালোচিত হয়েছেন এক যুবতী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনায়। এরই মধ্যে টাঙ্গাইলের সেই যুবতীর মামলা করেছিলেন।
অভিযোগকারিণীর বক্তব্য:
অভিযোগকারিনী তরুণী ঢাকার মোহাম্মদপুরে একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। ২০১৮ সালে নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পরিচয় হয়। তিনি তখন ঢাকা ইডেন মহিলা কলেজে পড়তেন। নোবেলের সঙ্গে মোবাইলে প্রায় সময় কথা-বার্তা বলতেন। এরপর নোবেলের সঙ্গে দেখাও করেন সেই তরুণী। নোবেল তাঁকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তাঁর বর্তমান ঠিকানায় নিয়ে যান।
এরপর সেই তরুণী ফিরতে চাইলে একপর্যায়ে আরো দুই-তিনজনের সহায়তায় তাঁকে সেই বাড়িতেই আটক করে রাখেন নোবেল এবং দিনের পর দিন ধর্ষণ করেন। এরপর ফোন পেয়ে গত ২০ মে রাত ২.৩০টের সময় নোবেলের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিস। এই মামলাতেই এবার নোবেলের সঙ্গে মামলার বাদীর (ইডেন মহিলা কলেজের ছাত্রী) রেজিস্ট্রি বিয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।
জেলেই বিয়ে:
সেই মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন নোবেল। গতকাল বৃহস্পতিবার দুপুরে কারা ফটকে নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী সেই যুবতী বিয়ে হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)