নাগ পঞ্চমীতেই মিলবে মুক্তি, প্রতি রাশিরই আছে প্রতিকার! কালসর্প-সহ দূর হবে বহু দোষ…


Nag Panchami 2025: নাগ পঞ্চমী শ্রাবণ মাসের অন্যতম প্রধান উৎসব। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে এই যা পালিত হয়। এই দিনে সর্প দেবতার পুজোর পাশাপাশি তাদের দুধও অর্পণ করা হয়। এই বিশেষ দিনে সর্প দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য বিবিধ ধর্মীয় আচার-অনুষ্ঠানও করা হয়। এর পাশাপাশি, এই দিনই হতে পারে আপনার মুক্তির প্রতীক্ষিত দিন। আপনার রাশি অনুসারে এমন কিছু প্রতিকার রয়েছে, যা আপনার জীবন থেকে কালসর্পের পাশাপাশি রাহু এবং কেতু দোষও দূর করবে। রইল প্রতি রাশির ভিন্ন প্রতিকার। 

মেষ-সিংহ-ধনু: এই তিন রাশিই অগ্নির অধীনে। কালসর্প এবং রাহু কেতুর দোষ দূর করার জন্য, এই তিন রাশির জাতক-জাতিকাদের নাগ পঞ্চমীর দিন সর্প দেবতার পুজো করা উচিত এবং ‘ওঁ নাগেন্দ্রহারায় নমঃ’ মন্ত্রটি কমপক্ষে ১০৮ বার জপ করা উচিত।

বৃষ-কন্যা-মকর: পৃথিবীর অধিনস্থ এই তিন রাশির জাতক-জাতিকাদের, নাগ পঞ্চমীর দিন ভগবান শিব এবং সর্প দেবতার পুজো করা উচিত। এর পাশাপাশি সম্ভব হলে এই দিনে শিবলিঙ্গে একজোড়া সাপ অর্পণ করুন এবং শিব মন্ত্র জপ করুন। এটি করলে আপনি অনেক ত্রুটি থেকে মুক্তি পাবেন…

মিথুন-তুলা-কুম্ভ: বায়ুর অধিনস্থ এই তিন রাশির জাতক-জাতিকাদের, নাগ পঞ্চমীর দিন সর্প দেবতার পুজো করা উচিত এবং ‘ওঁম ভুজঙ্গেশায় বিদ্মহে, সর্বরাজায় ধীমহি, তন্নো নাগ: প্রচোদয়াৎ’ মন্ত্র জপ করা উচিত। এর পাশাপাশি, কম্বল এবং সাদা খাবার দান করলেও আপনার উপকার হবে এবং আপনি কালসর্প দোষ থেকে মুক্তি পাবেন।

কর্কট-বৃশ্চিক-মীন: নাগ পঞ্চমীর দিন এই তিন রাশির জাতক-জাতিকারা মহাদেবের পুজো করলে উপকার পাবেন। পাশাপাশি ‘অনন্তম বাসুকিন শেষম পদ্মনাভম চ কম্বলম, শঙ্খ পালন ধৃতরাষ্ট্র তক্ষকম কালিয়াম তথা’ মন্ত্রটি ১১ বারও জপ করলে বিরাট উপকার পাবেন। এই মন্ত্রটি জপে সাপের কামড়ের ভয় থেকেও রক্ষা পাওয়া যায় এবং কালসর্প দোষ থেকেও মুক্তি পাওয়া যায়। 

(অস্বীকৃতি: এখানে প্রদত্ত তথ্য ধর্মীয় বিশ্বাস এবং লোকবিশ্বাসের উপর ভিত্তি করে। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। জি ২৪ ঘণ্টা ডিজিটাল কোনও কিছুর সত্যতার কোনও প্রমাণ দিচ্ছে না।)
 
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *