ভোটার লিস্টে কারচুপি রুখে দেব, প্রয়োজনে দিল্লিতেও আন্দোলন করব, হুঁশিয়ারি অভিষেকের| Will stop tampering in voter list says Abhishek Banerjee in TMC Shaheed Diwas


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটার লিস্টে কারচুপি করতে গেলে তা রুখে দেবে তৃণমূল কংগ্রেস। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আন্দোলন দিল্লিতেও নিয়ে যাবেন বলে জানিয়ে দিলেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আজ থেকে ৩২ বছর আগে একুশে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে ১৩ জন প্রাণ দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল। ২০২৫ সালেও ভোটার লিস্টে কারচুপি রুখতে দরকার হলে প্রাণ দেব, দিল্লিতে আন্দোলন করব। বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেব না। বিজেপিকে বলে রাখব, বাংলার মানুষের ক্ষমতা আপনারা দেখেছেন।

ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, অসম ফরেন ট্রাইবুনালের বাংলার মাটিতে কোনও এক্তিয়ার নেই। সেই অসম ফরেন ট্রাইবুন্যালকে দিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি। বাংলায় কথা বলি, এটা অপরাধ? আমরা যত বাংলায় কথা বলল তত এদের জ্বালা। আগে জয় শ্রীরাম বলত। এখন বলে জয় মা দুর্গা। লিখে রাখুন, এবার ওদের জয় বাংলা বলাব। এটাই বাংলার মানুষের জয়। দুর্গাপুজোর কমিটির পেছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দিয়েছে। 

অভিষেক বলেন, বাংলা ভারতকে নবজাগরণের পথ দেখিয়েছে। যে বাংলার বিপ্লবীরা শুধুমাত্র বাংলা নয় গোটা উপমহাদেশের আন্দোলনের ঢেউ তুলেছিলেন সেইসব বিপ্লবীদের অপমান! ২০২১ এর আগে বলেছিলাম খেলা হবে। এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। যে কজন আবর্জনা রয়েছে তাদের উপড়ে ফেলতে হবে। বাংলায় কথা বললে অসমের মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশি। সেই হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী বলছেন বাংলা বললে বাংলাদেশি। এবার পার্লামেন্টে বাংলায় বলব। আমরা মেরুদণ্ড বিক্রি করব না। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়। ২০২৬ এর পর এদের আমরা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাব। গণতান্ত্রিকভাবে হারিয়ে নিয়ে যাব।  

আরও পড়ুন-জুলাইয়ে নেই যানজট, কলকাতা পুলিসের প্রশংসায় হাইকোর্ট…

আরও পড়ুন-রাজনীতি অন্য জায়গায় করুন, মমতার বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেস লড়াই করে সামনাসামনি। তবে তফাত একটাই। বিজেপির অর্থবল, এত এজেন্সি, গোদি মিডিয়া, বিচারব্যবস্থার একাংশ, ইলেকশন কমিশন, সিবিআই, ইনকাম ট্যাক্স, পেগাসাসের মতো স্যফটওয়ার কাজে লাগিয়েও বাংলা জিততে পারেনি। কারণ আমাদের মতো একটা কর্মীও বিজেপির হাতে নেই। ওইসব কর্মীদের আমি স্যালুট জানাচ্ছি। গত একুশে জুলাইয়ে বলেছিলাম ২৬ এর লড়াইয়ের জন্য তৈরি হোন। এই বিজেপিকে বাংলা বিরোধি কে বলেছে, তৃণমূল কংগ্রেস। গত বছর ব্রিগেডে আমরা বলেছিলাম, জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এই বিজেপি উত্তর কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থী প্রোডাক্ট বলেছিল। এরা বাংলার কৃষ্টি কালচার নিয়ে কটাক্ষ করে। এই বিজেপির একটাই পরিচয় যে বিজেপি বাংলা বিরোধী। কেন এত গাত্রদাহ! জিততে পারেন না বলে! বিজেপি ৫০ পার করতে পারেব না। যেভাবে বাংলার মানুষেরকে নিপীড়িত করেছে তাদের ঝোঁটিয়ে বাঙ্গোপাসাগরে ফেলতে হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *