২১-এর আবেগে ‘অঘটন’! ধর্মতলামুখী ট্রেকার সোজা গিয়ে বাসে…ছাদ থেকে…| Major accident before reaching dharmatal Reckless vehicle hits bus person falls from roof and gets seriously injured


দেবব্রত ঘোষ: একুশে জুলাই শহীদ সমাবেশে যোগ দিতে যাবার সময় পথ দুর্ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরের হাওয়াখানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হুগলি খানাকুল থানার অন্তর্গত বালিপুর এলাকা থেকে একটি গাড়ি করে প্রায় ৩০থেকে ৩৫জন তৃণমূল কর্মী সমর্থক আজ একুশে জুলাই ধর্মতলা শহিদ সমাবেশে যোগ দিতে রওনা দেয়।

আরও পড়ুন:Vaishno Devi landslide: নাগাড়ে বৃষ্টি, ভয়াবহ ধস! বৈষ্ণো দেবী যাত্রাশুরুর পথেই বাধা…গুরুতর আহত…

জগৎবল্লভপুরের হাওয়াখানা এলাকায় গাড়িটি দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে গাড়ি ছাদ থেকে নিচে পড়ে গিয়ে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিস।

উল্লেখ্য, ২১ জুলাই তৃণমূলের মেগা সমাবেশ। রাজ্যের নানা প্রান্ত থেকে হাজার হাজার লোক হাজির হয় ধর্মতলায়। ২৬-এর ভোটের আগে এই বছরের সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, এদিন সকালে এজলাসে বসেই অবশ্য রাস্তার হাল নিয়ে সন্তোষ প্রকাশ করে আদালত। তার সঙ্গে সহমত প্রকাশ করে নিউ আলিপুর থেকে আসা এক আইনজীবী দাবি করেন, আজও অন্য দিনের মতো একই সময়ে তিনি বাড়ি থেকে গাড়ি নিয়ে কোর্টে পৌঁছেছেন। যা শুনে বিচারপতির বক্তব্য, ‘আমি তো বরাবর বলি কলকাতা পুলিসের উপর আমার ভরসা আছে।’ 

আরও পড়ুন:Martyrs Day Celebration 2025: মমতার ক্রেজ়! দলনেত্রীর সাজে সেজে ধর্মতলার উদ্দেশ্যে এক মহিলাকর্মী…

এরপরেই বিচারপতির ক্ষোভ আইনজীবীদের পদক্ষেপ নিয়ে। এদিন বার অ্যাসোসিয়েশন প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে, কোনও মামলার একপক্ষ না এলে যাতে কোনও রায় না দেওয়া হয়। সেই প্রসঙ্গ টেনে এবং এজলাস কার্যত আইনজীবী শূন্য দেখে বিচারপতির মন্তব্য, ‘এইভাবে কোর্টের কাজ এগোনো যাচ্ছে না। আজ রাস্তার যা অবস্থা সকাল সাড়ে ১০ টার মধ্যে কোর্টে পৌঁছনো যায় না এটা আমি বিশ্বাস করি না। আপনারা কাজের জায়গা নষ্ট করছেন।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *