Abhishek Banerjee TMC Martyrs Day 21 July: ‘আগে ১০০ হলে এখন ৫০০ বার বলব…’ একুশের মঞ্চ থেকে অভিষেকের সদর্প চ্যালেঞ্জ…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাব্বিশের আগে শেষ একুশ (TMC Martyrs Day 21 July)। তাই এবার একুশকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনাও তুঙ্গে। এবার একুশের সুর শুরু থেকেই চড়া। আর সেই চড়া সুরে ঘৃতাহুতি দিয়েছে বিজেপি শাসিত ‘ডবল ইঞ্জিন’ সরকার রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা। এবার একুশের মঞ্চেও অভিষেক (Abhishek Banerjee) থেকে মমতা, বার বার বিজেপিকে নিশানা করে উঠে এল বাংলাভাষীদের হেনস্থার প্রসঙ্গ।

বাংলা বললেই কি ‘বাংলাদেশি’? মোদীর দুর্গাপুরের সভার দিন যে প্রশ্ন ছুড়ে দিয়েছিল তৃণমূল, এদিন সেই প্রশ্নের সুর ধরেই বিজেপিকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক (Abhishek Banerjee on 21 July)। একুশের মঞ্চে দাঁড়িয়ে অভিষেকের ঘোষণা, “এবারের সংসদ অধিবেশনে বাংলা বলব। আগে একশবার বললে, এখন দিনে ৫০০ বার বাংলা বলব।” প্রশ্ন ছুড়ে দিলেন, বাংলাভাষীদের হেনস্থার ঘটনায় হিমন্ত শর্মার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে বিজেপি? তোপ দাগলেন, “যে ভাষায় প্রথম মা বলে ডেকেছেন, প্রথম প্রেম-ভালোবাসা, তাকে অপমান করছে বিজেপি।” 

এরপরই অভিষেকের চ্যালেঞ্জ, “হাম সে যো টাকরায়েগা, ও চুর চুর হো জায়েগা। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়? এদের ছাব্বিশের পর আমরা নিয়ে যাব। রাজনৈতিকভাবে ডিটেনশনে নিয়ে যাব। বাঙালিদের উপর আক্রমণ? বিদ্যুৎ-জল কাটছে! বাঙালিদের ‘বাংলাদেশি’ বলে বাংলা দখল করতে চাইছে! আগামী ছাব্বিশে শূন্য করে ছাড়ব। দিল্লি কেঁপে যাবে।”

প্রসঙ্গত,  তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে মোদীর দুর্গাপুরে সভার দিনও এক্স-হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রধামন্ত্রীর কাছে ৫টি প্রশ্নের জবাব চেয়েছিল তৃণমূল। প্রশ্নগুলি ছিল- ১)বাংলা বলা কি অপরাধ? ২)বাংলা বলা অপরাধ হলে, বাংলায় লেখা জাতীয় সংগীত ও সেই জাতীয় সংগীত গাওয়াও কি অপরাধ? ৩)যদি সেটা না হয়, তাহলে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলার অপরাধে বাংলাভাষী মানুষদের আটক করে হেনস্থা করা হচ্ছে কেন? ৪)সংবিধানের কোন আইনে ভাষার ভিত্তিতে বিজেপি শাসিত রাজ্য সরকারগুলি মানুষকে হেনস্থা করছে? ৫) বিজেপি কি সত্যিই বিশ্বাস করে এভাবে বাংলার মানুষের রায় পাবে, বাংলায় ক্ষমতা দখল করা সম্ভব?

আরও পড়ুন, Dharmasthala mass-burial case: ‘গাছে দোপাট্টা দিয়ে বাঁধা মেয়ের দে*হ, কোনও কাপড় নেই, শরীরে… পেরে উঠিনি দোদ্দাভারুর সঙ্গে লড়াইয়ে…’ ধর্মস্থল গণকবর-ধ*র্ষ*ণ-খু*নের একের পর এক হাড়হিম সত্যি ফাঁস…

আরও পড়ুন, Noida student incident: ‘এভাবে বাঁচা যায় না, ওরা আমাকে…’ অধ্যাপকদের বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ! নয়ডার ছাত্রী হস্টেলেই শে*ষ করলেন নিজেকে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *